পানছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার

0

পানছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি পানছড়ি উপজেলারঅনিদিষ্ট কালের জন্য সড়ক অবরোধ ও পানছড়ি বাজার বয়কট কর্মসূচি প্রত্যাহার করাহয়েছে প্রশাসনের পক্ষ থেকে আগামী ১ নভেম্বরের মধ্যে সাম্প্রদায়িক উস্কানিদাতা সেটলারদেরগ্রেপ্তারের আশ্বাসের প্রেক্ষিতে এ অবরোধ প্রত্যাহার করেছে পানছড়ি উপজেলার পাহাড়ি সচেতন নাগরিক সমাজ

ল্লেখ্য, গত ২৬ অক্টোবর জীব গাড়ী(ঢাকাগ-৪৭১৩)র ড্রাইভার রিয়াজ উদ্দিন,পিতা- জালাল উদ্দীন,উল্টাছড়ি,পানছড়ি ওহেলপার বাদল মিয়ার সাথে পানছড়ি-তবলছড়ি সড়কে রাত আটটা সময় মারা মারিকাটাকাটিকে কেন্দ্র দিবাগত রাত পৌনে ৯টা সময় একদলসেটলার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা চালায়। এসময় তারা মিছিল সহকারে পানছড়ি উপজাতীয়সাংস্কৃতিক সংঘ ভাংচুর করে লুটপাট করে

সাম্প্রদায়িক উস্কানিদাতা সেটলারদের অবিলম্বেগ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ২৭ অক্টোবর বিকাল আড়াইটায়পানছড়ি উপজেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে হাজার হাজার আদিবাসী বিক্ষোভমিছিল ও সমাবেশ করেছেসমাবেশে দাঙ্গাবাজদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারেরদাবি জানিয়ে আলটিমেটাম দেয় পানছড়ি উপজেলার সচেতন নাগরিক সমাজপ্রিয়ংকরচাকমা বাদী হয়ে ৫ জনের নাম উলেখসহ অজ্ঞাত ১৫০ জনের নাম দিয়ে গত ২৮ অক্টোবরমামলা করেনমামলার প্রধান আসামী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারকরলেও অবশিষ্টআসামী সুভাষ দাস, পিতা-সাধন মালী, পানছড়ি বাজার; মোঃ ইউছুপ, পিতা-আব্দুলকরিম, মেঃ কবির, মৃত-আব্দুল কাদের সেখ, লক্ষণ দেকে পুলিশ গ্রেপ্তার করতেপলিশ ব্যর্থ হলে পানছড়ি আদীবাসী সচেতন নাগরিক সমাজ গত শনিবার এক মিছিল শেষেরোববার থেকে পানছড়িতে অনিদিষ্টকালের জন্য পানছড়ি বাজার বয়কটসহ সড়ক অবরোধেরডাক দেয়

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More