পানছড়িতে স্কুল ছাত্রদের হাতে বইয়ের বদলে মোটর সাইকেল, অভিভাবকরা আতঙ্কে

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
moter-pখাগড়াছড়ি পার্বত্য জেলাধীন পানছড়ি উপজেলায় কোমলমতি স্কুলগামী শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে চালাচ্ছে মোটর সাইকেল। পরনে স্কুল ড্রেস ও কাঁধে স্কুল ব্যাগ ঝুলিয়ে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের চোখের সামনে দিয়ে মোটর সাইকেল চালিয়ে প্রতিদিন স্কুলে যাচ্ছে। যা এ বয়সী শিশুদের ক্ষেত্রে সম্পুর্ন অস্বাভাবিক।

অনেকেই এই প্রতিনিধিকে জানিয়েছেন, অভিভাবকদের অসচেতনার কারণে এসব হচ্ছে।

খাগড়াছড়ির পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র মোঃ জহির। পানছড়ি-খাগড়াছড়ির প্রধান সড়ক দিয়ে তুফান বেগে চালিয়ে গেলেন একটি মোটর সাইকেল করে। যা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখল শত শত পথচারী।

জানা গেছে মোঃ জহির পানছড়ির মোল্লাপাড়া গ্রামের মৃত মোরশেদ আলীর ছেলে। এ বয়সে তার হাতে মোটর সাইকেল দেখে অনেকেই হতবাক। কেউ কেউ বলছেন মোটর সাইকেল গেল, নাকি বিমান গেল বুঝতেই পারলাম না। শুধু জহির নয় এর আগেও অনেক স্কুল ছাত্রের হাতে মোটর সাইকেল দেখা গেছে। অথচ অভিভাবকগণ ছেলের মোটর সাইকেল চালনার বাহাদুরী দেখে নিজেদের অনেক গর্ব বোধ করেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

অনেক সচেতন অভিভাবক জানালেন, এদের দেখে দেখে আমাদের ছেলেরাও এখন মোটর সাইকেল চালনোর বায়না ধরে।  এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে স্কুল পড়ুয়া অন্যান্য ছাত্ররাও তাদের পথ অনুসরন করে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More