পানছড়ি এবং কাউখালীতে শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদে নান্যাচরে পিসিপি’র বিক্ষোভ

0

সিএইচটিনিউজ.কম
protest rally Nannyacharনান্যাচর:
খাগড়াছড়ি জেলার পানছড়িতে চার বছর বয়সী এক পাহাড়ি শিশু ও রাঙামাটির কাউখালীতে সাতাশ বছর বয়সি এক নারীকে ধর্ষণের প্রতিবাদে নান্যাচরে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র(পিসিপি) নান্যাচর থানা শাখা।

আজ ১৭ অক্টোবর দুপুর ১২টায় নান্যাচর উপজেলার বিশ্রামাগার মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-পিসিপি রাঙামাটি জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক নিকন চাকমা এবং নানিয়ার চর থানা শাখার সভাপতি রিপন আলো চাকমা।

বক্তারা অভিযোগ করে বলেন, ধর্ষণের পর মেডিকেল রিপোর্ট ঠিকমত না দেয়ার কারণে ধর্ষকরা শাস্তির হাত থেকে রেহাই পেয়ে যাচ্ছে। যার ফলে বার বার এ ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে।

সমাবেশে থেকে বক্তারা অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বুধবার রাতে কাউখালী সদরে বড়ডলু গ্রামের বাসিন্দা ২৭ বছর বয়সী এক পাহাড়ি নারী ও  বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়ির পানছড়িতে ৪ বছর বয়সী এক শিশু সেটলার বাঙালি কর্তৃক ধর্ষণের শিকার হয়।
———–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More