পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব শুরু হচ্ছে কাল

0

P4120692খাগড়াছড়ি প্রতিনিধি : আগামীকাল ১২ এপ্রিল শুরু হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈ-সা-বি (বৈসুক-সাংগ্রাই-বিঝু)। কাল উৎসবের  প্রথম দিন ফুল বিঝু। নদীতে ফুল দিয়েই শুরু হবে বৈ-সা-বি উৎসবের মূল অনুষ্ঠানমালা।

খাগড়াছড়িতে সর্বজনীন বৈসাবি উদযাপন কমিটির আয়োজনে আগামীকাল মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৬-৭টায় চেঙ্গী নদীতে (চেঙ্গী ব্রীজ এলাকায়) ফুল দেয়া, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং শান্তি ও মঙ্গল কামনায় সন্ধ্যায় গ্রামে গ্রামে ফানুস উত্তোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া ১৪ এপ্রিল বৃহস্পতিবার রয়েছে বর্ষবরণ ও বর্ষ বিদায় উপলক্ষে মহাজন পাড়া এলাকায় প্রদীপ প্রজ্বলন কর্মসূচি।

শোভাযাত্রাটি মঙ্গলবার সকাল ৯টায় শহরের মধুপুর বাজার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে শেষ হবে। শোভাযাত্রায় শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করবেন।

উক্ত কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করার জন্য সর্বজনীন বৈসাবি উদযাপন কমিটির পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
—————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More