পার্বত্য ভূমি কমিশনের কার্যক্রম বন্ধের দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে জনপ্রতিনিধিদের বিক্ষোভ

0
নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
photo1পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ভূমি কমিশনের চেয়ারম্যানে অপসারণ, কমিশনের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা ও প্রথাগত ভূমি অধিকারের দাবিতে নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদ খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। লক্ষীছড়িতে সেনা সৃষ্ট বোরকা পার্টির সন্ত্রাসীরা সমাবেশে বাধা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
‘আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো, পিতৃভূমি রক্ষা করো’ শ্লোগানে আজ ৯ জুন শনিবার বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের এক তরফা শুনানী বাতিল, ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে অপসারণ, কমিশনের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা শহরের মহাজন পাড়া থেকেসকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিল শুরু হয়মিছিলটি বাজারের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়ফলে মিছিলটি চেঙ্গী স্কোয়ার ঘুরে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদের কেন্দ্রীয় সভাপতি ও পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমাএতে আরো বক্তব্য রাখেন জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা, ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় সদস্য মি. সচিব চাকমা, রামগড় উপজেলার হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, খাগড়াছড়ি জেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি রণিক ত্রিপুরা ও আদিবাসী কোয়ালিশনের সদস্য নমিতা দেওয়ান
বক্তারা বলেন, আমরা ইতিমধ্যেহাজার হাজার একর জায়গা হারিয়েছিআমরা আর কোন জায়গা হারাতে চাই নাস্মারণাতীত কাল থেকে আমরা অনেকেই উচ্ছেদ হয়েছিঅনেককে দেশ ত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। কাজেই জায়গা-জমি রক্ষার জন্য  লড়াই-সংগ্রাম ছাড়া আমাদের আর কোন পথ খোলা নেই।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার ভূমি কমিশন চেয়ারম্যানের হাতে সর্বময় ক্মতা দিয়ে পাহাড়ি জনগণকে নিজ ভূমি থেকে উচ্ছেদের পাঁয়তারা করছেআমরা কিছুতেই আমাদের জায়গা-জমি হারাতে চাই না
বক্তারা পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যাকে জটিল উল্লেখ করে বলেন, ভূমি কমিশনের আইনের বিতর্কিত ও অগণতান্ত্রিক ধারা সংশোধন না করে ও পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি না দিয়ে পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধান কিছুতেই সম্ভব নয়
বক্তারা বলেন, বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জুম্ম জনগণের প্রতি সহানুভূতিশীল নয়সরকার পঞ্চদশ সংশোধনী বিল পাসের মাধ্যমে সকল জাতির উপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়ে সেটা প্রমাণ দিয়েছেপার্বত্য চট্টগ্রাম অশান্ত রেখে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন সরকার দেখাচ্ছে তা কিছুতেই বাস্তবায়ন হবে না।
বক্তারা অবিলম্বে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের এক তরফা শুনানী বাতিল, ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে অপসারণ, কমিশনের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবি জানান
সমাবেশ শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে চলতি বাজেট অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশনআইন, ২০০১এর সংশোধনী (অস্বচ্ছ, অগণতান্ত্রিক ও পার্বত্য চুক্তির সাথে সাংঘর্ষিক ধারা সংশোধনপূর্বক) পাশ করা, পার্বত্য ভূমি কমিশনের শুনানী বাতিল ও ভূমি কমিশন আইনের ৩ (৫) ধারা মোতাবেক বিতর্কিত ভূমি কমিশন চেয়ারম্যান খাদেমুলইসলাম চৌধুরীকে অপসারণ করে সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য একজন নিরপেক্ষ, সৎ ও যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেয়া, ভূমি বিরোধ নিষ্পত্তি সহজ করতে ভূমি কমিশন আইনের ৬ (খ) ধারা সংশোধন করে কেবলমাত্র ভারত প্রত্যাগত ও আভ্যন্তরীণ জুম্ম শরণার্থীসহ ক্ষতিগ্রস্ত পাহাড়িদেরকে ভূমি কমিশনে আবেদনের সুযোগ দেয়ার ব্যবস্থা করা, ফৌজি শাসক জিয়াউর রহমান ও স্বৈরাচারী এরশাদের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে পুনর্বাসিত বহিরাগতদেরকে পার্বত্য চট্টগ্রামে প্রচলিত আইন ও রীতি উপেক্ষা করে দেয়া অবৈধ ভূমি বন্দোবস্ত ভূমি কমিশন আইনের ৬ (গ) ধারা প্রয়োগ করে বাতিলের ব্যবস্থা করুন এবং বহিরাগত সেটলারদেরকে সমতলে জীবিকার নিশ্চয়তাসহ পুনর্বাসন করা, ভূমি কমিশনের সদস্য হিসেবে হেডম্যান ও কার্বারীদের অন্তর্ভুক্ত করুন এবং বিবাদিত/বিতর্কীত জমির মালিকানা সম্পর্কে তাদের লিখিত মতামত নেয়ার বিধান করা এবং পার্বত্য চট্টগ্রামে যুগযুগ ধরে চলে আসা প্রথাগত ভূমি আইনের সাংবিধানিক স্বীকৃতিদিন ও তার আলোকে ভূমি কমিশন আইনের সংশোধন ও পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পত্তিরউদ্যোগ নেয়ার দাবি জানানো হয়।
দিঘীনালা : সকাল ১০টায় দিঘীনালা সদরের লারমা স্কোয়ার থেকে শুরু হয়ে চৌমুহনী, কলেজ গেট ঘুরে তপোবন বৌদ্ধ বিহার গেটের সামনে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কবাখালী ইউপি চেয়ারম্যান বিশ্বকল্যাণ চাকমাঅন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন দিঘীনালা উপজেলার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান শতরূপা চাকমা, হেডম্যান এসোসিয়েশনের দিঘীনালা উপজেলা শাখার সভাপতি প্রান্ত চাকমা, কার্বারী এসোসিয়েশনের দিঘীনালা উপজেলা শাখার সভাপতি যতিন বিকাশ চাকমা, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সদস্য লোচন দেওয়ান, জেএসএস(এনএন লারমা)-এর দিঘীনালা উপজেলা সাধারণ সম্পাদক যুগল চাকমা ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির দিঘীনালা শাখার সাধারণ সম্পাদক প্রীতি খীসাসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বাবুছড়া ইউপি চেয়ারম্যান পরিতোষ চাকমা ও উপস্থাপনা করেন বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা
বক্তারা ভূমি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরীকে অপসারণ ও এক তরফা শুনানী বাতিলের দাবি জানান
মহালছড়ি : মহালছড়ি উপজেলা সদরের সড়ক ও জনপদ বিভাগের মাঠ থেকে সকাল সাড়ে ১০টায় একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে মহালছড়ি বাজার প্রদণি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন এলাকা ঘুরে আবার সড়ক ও জনপদ বিভাগের মাঠে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত সমাবেশে নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও মহালছড়ি উপজেলা চেয়ারম্যান সোনা রতন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান থৈহাঅং মারমা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশপ্রীতি চাকমা, মাইসছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মল্লিকা চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক সর্বানন্দ চাকমা
পানছড়ি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলা সদরের পানছড়ি বৌদ্ধ বিহার মাঠে সকাল সাড়ে ১১টায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক ও লোগাং ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ৪নং লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শান্তি জীবন চাকমা, পানছড়ি ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের পানছড়ি উপজেলা শাখার সভাপতি অপরাজিতা খীসা, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্নেহময় ত্রিপুরা, শিক্ষক ও সমাজ কর্মী কালাচান চাকমা ও সমাজ কর্মী প্রত্যুত্তর চাকমা
লক্ষীছড়ি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনা সৃষ্ট বোরকা পার্টির বাধার মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বোরকা পার্টির সন্ত্রাসীরা সকাল থেকে লক্ষীছড়ি সেনা জোনের পাশে শিলাছড়ি এলাকায় সশস্ত্র অবস্থান নিয়ে জনগণকে বাধা দেয়। ফলে সমাবেশটি লক্ষীছড়ি সদরে করার কথা থাকলেও সম্ভব হয়নি। পরে ১নং লক্ষীছড়ি  ইউনিয়নের যতীন্দ্র কার্বারী পাড়ায় দুপুর ১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে লক্ষীছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজেন্দ্র চাকমা বক্তব্য রাখেন।
কুদুকছড়ি : রাঙামাটির কুদুকছড়িতে সকাল ১১টায় বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথের সামনে মাঠে কুদুকছড়ি ইউপি চেয়ারম্যান সন্তু বিকাশ চাকমার সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমর জীবন চাকমা, সাপছড়ি ইউপি চেয়ারম্যান শিমুল বিকাশ চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, ডলুছড়ি মৌজার হেডম্যান অমল কান্তি চাকমা, কুদুকছড়ি এলাকার বিশিষ্ট মুরুব্বী অমল বিকাশ চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদের মেম্বার কাজলী ত্রিপুরা, বন্দুক ভাঙা ইউনিয়ন পরিষদের মেম্বার কিরণ জ্যোতি চাকমা ও সাপছড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার নিরু কুমার চাকমাসমাবেশ শেষে একটি বি্ষোভ মিছিল কুদুকছড়ি বাজার প্রদক্ষিণ করে সমাবেশে বিভিন্ন এলাকা থেকে দুই সহস্রাধিক লোকজন অংশগ্রহণ করেন।
নান্যাচর : রাঙামাটির নান্যাচর উপজেলা সদরের রেস্ট হাউজ মাঠ থেকে সকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে নান্যাচর বাজার প্রদণি করে আবার রেস্ট হাউজ মাঠে এসে শেষ হয়মিছিল পরবর্তী সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নান্যাচর উপজেলা ভাইস চেয়ারম্যান কমেন্দু বিকাশ চাকমাসমাবেশে আরো বক্তব্য রাখেন নান্যাচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রীতিময় খীসা ও শিলোন্যা পাড়ার মুরুব্বী বাহুল কুমার চাকমাসমাবেশে স্বাগত বক্তব্য রখেন নান্যাচর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার সেন্টু চাকমা এবং সভা পরিচালনা করেন সাব্যেং ইউপি চেয়ারম্যান সুশীল জীবন চাকমাসমাবেশে ৪ হাজারের অধিক লোক অংশগ্রহণ করেন
বাঘাইছড়ি : বাঘাইছড়ি উপজেলা সদরের বাবু পাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা ও বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান তারুচি চাকমাসমাবেশে উপস্থাপনা করেন বাঘাইছড়ি ইউপি মেম্বার গুণসিন্ধু চাকমা সমাবেশে বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ অংশ নেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More