পার্বত্য ভূমি কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান আনোয়ারুল হক এখন খাগড়াছড়িতে

0

সিএইচটিনিউজ.কম
file.jpeg2খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের (ল্যান্ড কমিশন) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক বর্তমানে খাগড়াছড়িতে রয়েছেন। আজ রবিবার সকালে তিনি খাগড়াছড়ি কমিশন কার্যালয়ে অফিস করেছেন।

গতকাল শনিবার রাতে তিনদিনের সফরে খাগড়াছড়ি আসেন তিনি। রবিবার সকাল পৌনে ১০টায় তিনি কমিশন কার্যালয়ে আসেন। পরে তিনি কমিশনের বিভিন্ন কার্যালয় ঘুরে দেখেন ও কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। কথা বলেন স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও।

নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, সফরকালে কমিশনের খসড়া আইনটি নিয়ে আমি কমিশনের অন্য সদস্যদের সঙ্গে কথা বলবো। এতে ভূমি বিরোধ নিয়ে কমিশনের কার্যক্রম পরিচালনা সহজ হবে।

নবনিযুক্ত কমিশনের চেয়ারম্যান পার্বত্য চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের ভূমি সমস্যা সমাধানে কাজ করবেন বলে জানান।

তিনি এসময় ল্যান্ড কমিশনের কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা চান।

১৬ সেপ্টেম্বর তিনি ঢাকার উদ্দেশে খাগড়াছড়ি ত্যাগ করবেন।

গত ৭ সেপ্টেম্বর কমিশনের ষষ্ট চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হককে নিয়োগ দেয় সরকার।

এর আগে পঞ্চম চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী দায়িত্ব পালন করেন।
————

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More