পার্বত্য ভূমি কমিশনের শুনানী কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে জুম্ম জনপ্রতিনিধি সংসদ

0

নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
পার্বত্য চট্টগ্রামের চেয়ারম্যান-মেম্বারদে সংগঠন নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদ পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের শুনানী কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেআজ ২৭ ফেব্রুয়ারি সোমবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সর্বোত্তম চাকমা ও সাধারণ সম্পাদক অমর জীবন চাকমা এবং খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সোনারতন চাকমা ও সাধারণ সম্পাদক মিলন দেওয়ান মনাঙ এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানিয়েছেন

বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন একপাকিভাবে শুনানী কার্যক্রম করার খবরে আমরা খুবই উদ্বেগ প্রকাশ করছিকারণ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়িদের প্রথাগত আইন রতি না হলে পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পত্তি কিছুতেই সম্ভব নয়কিন্তু কমিশন পাহাড়ি জনগণের আপত্তি ও দাবি উপো করে একপাকিভাবে ভূমি বিরোধ নিষ্পত্তির শুনানীর নোটিশ জারি করেছেযা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না

নেতৃবৃন্দরা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা হচ্ছে ভূমি সমস্যাএই সমস্যাকে ইচ্ছেমত ও যেনতেনভাবে নিষ্পত্তি করার চেষ্টার করা হলে সমাধানের বদলে সমস্যা আরো জটিল হবেএর ফলে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিও বদলে যেতে পারেযা কারোর কাম্য হতে পারে না

বিবৃতিতে নেতৃবন্দরা অবিলম্বে শুনানী কার্যক্রম বন্ধ করে একপাকিভাবে জারিকৃত শুনানীর নোটিশ বাতিল ও ভূমি কমিশনের অগণতান্ত্রিক ধারা সংশোধনের দাবি জানান

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More