পাহাড়ি ছাত্র পরিষদের কর্মী গ্রেফতারের প্রতিবাদে নান্যাচর উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত

0

নান্যাচর প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
রাঙামাটির নান্যাচরে সেনাবাহিনী কর্তৃক বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর উচ্চ বিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ও দশম শ্রেণীর ছাত্র সোহেল চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে ও তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে আজ ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার নান্যাচর উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছেবৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর থানা শাখার উদ্যোগে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবরোধ চলাকালে উপজেলার সড়ক ও নৌপথে কোন যান চলাচল করেনি
পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি বিলাস চাকমা ও নান্যাচর থানা শাখার সাধারণ সম্পাদক অনিল চাকমা এক যৌথ বিবৃতিতে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি সফল করায় উপজেলার সকল যান মালিক, শ্রমিক ও সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ জানিয়েছেন
বিবৃতিতে তারা বলেন, গণতান্ত্রিক অধিকারকে ভুলুণ্ঠিত করে সেনাবাহিনী নান্যাচরে একের পর এক পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীকে গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করে চলেছেগতকাল সোহেল চাকমাকে বিনা কারণে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছেএ সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তারা মুক্তিকামী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন
বিবৃতিতে তারা দৃঢ়ভাবে বলেন, যতই ধরপাকড়, নিপীড়ন-নির্যাতন চালানো হোক না কেন অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে কোন অপশক্তিই দমিয়ে রাখতে পারবে নাযতই আন্দোলন দমনের চেষ্টা করা হবে ততই আন্দোলনের গতি তীব্রতর হবে
নেতৃদ্বয় অবিলম্বে গ্রেফতারকৃত সোহেল চাকমাকে নিঃশর্ত মুক্তি, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহারপূর্বক সেনা নির্যাতন ও হয়রানি বন্ধের দাবি জানান
এদিকে সোহেল চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে আগামী ৯ সেপ্টেম্বর নান্যাচর উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়েছেপাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি বিটন চাকমা এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেনএ কর্মসূচি সফল করার জন্য তিনি শিক্ষ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণের প্রতি আহ্বান জানিয়েছেন
উল্লেখ্য, গতকাল ৫ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টার সময় ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশ সফল করতে কুপনের মাধ্যমে অর্থ সংগ্রহের সময় নান্যাচর বাজার থেকে সেনাবাহিনী সোহেল চাকমা, সুপায়ন চাকমা ও প্রশান্ত চাকমাকে গ্রেফতার করেপরে সেনা জোন থেকে দুপুর ২টার দিকে সুপায়ন চাকমা ও প্রশান্ত চাকমাকে ছেড়ে দিলেও সোহেল চাকমাকে থানায় হস্তান্তরের পর রাঙামাটি জেল হাজতে পাঠানো হয়

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More