পাহাড়ি ছাত্র পরিষদের ১৯তম কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন : ২৩ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)র ১৯তম কেন্দ্রীয় কাউন্সিল গতকাল শুক্রবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। “পূর্ণস্বায়ত্তশাসনই পার্বত্য চট্টগ্রামের একমাত্র সমাধান, সমাজ ও জাতীয় আন্দোলনে বিভেদ সৃষ্টিকারী সরকারি এজেন্টদের প্রতিহত করুন! আসুন, অধিকার আদায়ের আত্মোৎসর্গকারী বীর শহীদদের গৌরবোজ্জ্বল পতাকা উর্ধ্বে তুলে ধরি” এই শ্লোগানে খাগড়াছড়ি জেলা সদরের নারানখিয়াস্থ সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে গত ১২-১৩ জানুয়ারি দুই দিনব্যাপী কাউন্সিল অধিবেশন শেষে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়নতুন কমিটিতে সুমেন চাকমাকে সভাপতি, থুইক্যচিং মারমাকে সাধারণ সম্পাদক ও আপ্রুসি মারমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়কাউন্সিলে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন শাখা থেকে ১২০ জন প্রতিনিধি ও পর্যবেক্ষক উপস্থিত ছিলেন

কাউন্সিলের প্রথম দিনের ১ম অধিবেশনে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান প্রমুখ

সচিব চাকমা তার বক্তব্যে পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ের লক্ষ্যে ছাত্র সমাজের গুরুত্ব তুলে ধরে বলেন, ছাত্ররাই দেশ ও জাতির ভবিষ্যত কর্ণধারজাতিকে সামনে এগিয়ে নেয়ার জন্য ছাত্রদেরকেই মুখ্য ভূমিকা পালন করতে হবেপার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ের আন্দোলন যাতে বেগবান হতে না পারে সেজন্য সরকার তথা শাসকগোষ্ঠি নানা ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত রয়েছেসকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে পাহাড়ি ছাত্র পরিষদকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে

এরপর পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ক্যহলাচিং মারমার সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়এ অধিবেশনে তিন পার্বত্য জেলার বিভিন্ন শাখা থেকে আগত প্রতিনিধিরা এলাকার সাংগঠনিক রিপোর্ট পেশ করেন এবং তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেনকেন্দ্রীয় নেতৃবৃন্দ মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং উত্তর দেন

দ্বিতীয় দিনের ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহ সভাপতি ক্যহলাচিং মারমাএ অধিবেশনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমেন চাকমা সাধারণ সম্পাদকের সাংগঠনিক রিপোর্ট পেশ করেনপিসিপির বিগত ২ বছরের কার্য্যক্রমের বর্ণনা এবং দেশীয়, আন্তর্জাতিক ও পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ এতে স্থান পায়

এরপর কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমার সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়এ অধিবেশনে পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণার পর সাবজেক্ট কমিটি কর্তৃক মনোনীতি নতুন প্রস্তাবিত কমিটি হাউজে উত্থাপন করা হয়প্রতিনিধিবৃন্দ মুহুর্মহু করতালি ও হাত উচিয়ে এ কমিটিকে অনুমোদন দেন এবং প্রেরণা সঞ্চারকারী শ্লোগান দিয়ে নতুন কমিটিকে অভিনন্দিত করেনএ সময় নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়পাহাড়ি ছাত্র পরিষদের বিদায়ী সভাপতি অংগ্য মারমা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়নতুন কমিটির সভাপতি সুমেন চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের বিদায়ী সভাপতি অংগ্য মারমা ও সহ সভাপতি ক্যহলাচিং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান এবং গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য জিকো ত্রিপুরা

পাহাড়ি ছাত্র পরিষদের বিদায়ী সভাপতি অংগ্য মারমা তার বক্তব্যে বলেন, পাহাড়ি ছাত্র পরিষদকে এ পর্যন্ত আসতে দীর্ঘ চড়াই-উৎরাই পেরোতে হয়েছেসামনে আরো নতুন চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যেতে হবেসকল ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হতে হবেনতুন নেতৃত্বের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে ছাত্র আন্দোলনের জোয়ার সৃষ্টি করার দৃঢ় প্রত্যয় নিয়ে পাহাড়ি ছাত্র পরিষদকে সামনে এগিয়ে যেতে হবে

পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে পাহাড়ি ছাত্র পরিষদকে অগ্রণী ভূমিকা পালনের জন্য ছাত্র সমাজ ও নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি তিনি আহ্বান জানান

উল্লেখ্য, গত ১১ জানুয়ারী খাগড়াছড়ি জেলা সদেরর স্বনির্ভর মাঠে ১৯তম কেন্দ্রীয় কাউন্সিল উদ্বোধন করেন চট্টগ্রাম এম.ই.এস কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় কমিটির চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো: হোসেন খানইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান ও খাগড়াছড়ি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিরাপদ তালুকদার, বংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক সামিউল আলম, বিপ্লবী ছাত্র সংঘের আহ্বায়ক আশীষ শর্মা, ল্যাম্প পোষ্টের প্রতিনিধি প্রিন্স মাহমুদ, বিপ্লবী ছাত্র মৈত্রীর তথ্য ও প্রচার সম্পাদক সালমান রহমান, সংস্কৃতি নয়া সেতুর দপ্তর সম্পাদক নিত্যানন্দ পাল, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক তৌহিদুল ইসলাম প্রমুখ এ সময় বক্তব্য রাখেন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More