পিসিপি’র উদ্যোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

0

সিএইচটি নিউজ ডটকম
TSC cleaning prgmখাগড়াছড়ি: বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর উদ্যোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। গত বৃহস্পতিবার ও শনিবার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চারপাশের ঝোপ-ঝাড় কেটে পরিষ্কার করা হয়।

‘নিজ শিক্ষা প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখুন, নাগরিক দায়িত্ব পালন করুন’ এই শ্লোগানে পিসিপি’র টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখা এ উদ্যোগ গ্রহণ করে।

টেকনিক্যাল কলেজ শাখার সভাপতি দেবেশ চাকমা ও সাধারণ সম্পাদক কল্যাণ প্রিয় চাকমা এই উদ্যোগ সম্পর্কে বলেন, দীর্ঘদিন ধরে পরিষ্কার না করার ফলে আমাদের কলেজের চারপাশ ঝোপ-ঝাড়ে ঢেকে যায়। ফলে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠে। তাই আমরা কলেজের চারপাশের ঝোপ-ঝাড় কেটে পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করি। এর মাধ্যমে আমরা সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝেও সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করছি। যাতে ছাত্র-ছাত্রীরা যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলে কলেজের পরিবেশ নষ্ট না করে।

তারা আরো বলেন, কলেজকে পরিষ্কার-পরিচ্ছন্ন বা আবর্জনা মুক্ত রাখার দায়িত্ব সবার, এটা শুধু পিসিপির নয়। তাই কলেজকে আবর্জনা মুক্ত ও সুন্দর পরিবেশ বজায় রাখতে তারা সকল ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান।

এদিকে, কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নুরুল হাকিম পিসিপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এই ধরনের সচেতনমূলক কাজে শুধু পিসিপি নয়, সকল ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসা দরকার। এভাবেই একজন ছাত্র সচেতন ও দায়িত্বশীল হতে শিখে।’

তিনি আরো বলেন, ‘পিসিপি যদি এই উদ্যোগ না নিতো, তাহলে আমাকেই এ কাজটি করতে হতো’। তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় পিসিপিকে ধন্যবাদ জানান।
———————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More