পিসিপি’র দিঘীনালা কলেজ শাখার ৩য় কাউন্সিল সম্পন্ন : ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত

0
দিঘীনালা প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর দিঘীনালা কলেজ শাখার ৩য় কাউন্সিল সম্পন্ন হয়েছেকাউন্সিলে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়
কাউন্সিল উপলক্ষ্যে আজ ১৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় দিঘীনালা কলেজ মাঠে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়দিঘীনালা কলেজ শাখার সভাপতি অংকন চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) নেতা দেবদন্ত ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক চন্দ্রদেব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রেমিন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক শিখা চাকমা,দিঘীনালা উপজেলা ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা, দিঘীনালা ডিগ্রী কলেজের প্রভাষক জেমি চাকমা ও ২নং বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমাপাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা কলেজ শাখার দপ্তর সম্পাদক নিউটন চাকমা সমাবেশে স্বাগত বক্তব্য রাখেনসমাবেশ শুরুর আগে দলীয় ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়
বক্তারা আগামী দিনের লড়াই সংগ্রামে ছাত্র সমাজকে প্রধান ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে বলেন, ছাত্ররাই দেশ ও জাতির ভবিষ্যতজাতীয় অস্তিত্ব রার সংগ্রাম বেগবান করতে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে
বক্তারা বলেন, আমাদের জাতীয় অস্তিত্ব আজ হুমকির সম্মুখীনসরকার একদিকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তা চাপিয়ে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু জাতিসমূহের পরিচয় মুছে দিতে চাইছে, অপরদিকে পার্বত্য চট্টগ্রামে চুক্তি বাস্তবায়নের আশ্বাস বাণী শুনিয়ে নানা ধরনের নিপীড়ন নির্যাতন জারি রেখেছেপ্রতিনিয়ত নারী ধর্ষণ, নির্যাতন ও ভূমি বেদখলের ঘটনা ঘটেই চলেছে
বক্তারা সকল ধরনের নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান
সমাবেশ শেষে বিজয় চাকমাকে সভাপতি, রূপেশ চাকমাকে সাধারণ সম্পাদক এবং উইন চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কলেজ কমিটি ঘোষণা করা হয়পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক চন্দ্রদেব চাকমা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানশপথ গ্রহণ শেষে জ্ঞান র্কীতি চাকমার পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়সাংস্কৃতিক অনুষ্ঠানের পর নতুন কমিটির উদ্যোগে এক র‌্যালীর আয়োজন করা হয়

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More