বগাছড়িতে হামলাকারী সেটলারদের মধ্যে যাদের চেনা গেছে

0

সিএইচটিনিউজ.কম
DSC00226 copyরাঙামাটির নানিয়াচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়িতে গত ১৬ ডিসেম্বর ২০১৪ কয়েক শ’ সেটলার বাঙালি বৌদ্ধ বিহার সহ পাহাড়িদের ৩টি গ্রামে হামলা চালিয়ে ৫০টি বসত বাড়ি, ১টি ক্লাব ও ৭টি দোকান পুড়ে দেয়। এছাড়া সেটলাররা বৌদ্ধ ভিক্ষুকে মারধর, বুদ্ধমূর্তি ভাংচুর-লুটপাট ও বিহারে অগ্নিসংযোগের চেষ্টা করে।

হামলাকারীদের মধ্যে সোহেল, মেজান, বাবু, আলমগীর, দেলোয়ার, মজিবর সহ কয়েকজনকে চিনতে পেরেছেন বলে প্রত্যক্ষদর্শী ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। এরা সবাই পার্শ্ববর্তী বগাছড়ির সেটলার পাড়া থেকে হামলা করতে গেছে বলে তারা জানান।

ক্ষতিগ্রস্ত পাহাড়িরা অবিলম্বে এসব হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More