বরকলে সেটলার হামলায় একই পরিবারের তিন পাহাড়ি আহত

0
রাঙামাটি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

রাঙ্গামাটির বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়নের আমতলা গ্রামের এক পরিবারের ৩ জন পাহাড়িকে পিটিয়ে আহত করেছে সেটলাররাএকই গ্রামের সেটলার বাঙালী আমির হোসেন (৪৫) তার দুই ছেলে মোঃ জসিম (২১) ও মোঃ ইব্রাহিম (১৮) এ ঘটনা ঘটিয়েছেআহতরা হলেন- বিরো কুমার চাকমা (৬০) তার ছেলে অমর কান্তি চাকমা (২৮) ও পুত্র বধূ  সঙ্গীত মালা চাকমা(২৫)অমর কান্তি চাকমা ও তার স্ত্রী সংগীত মালা চাকমাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিরো কুমার চাকমা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেনএ ব্যাপারে বিরো কুমার চাকমা থানায় অভিযোগ করেছেন
এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার বিরো কুমার চাকমা তার ছেলে অমর কান্তি চাকমা ও পুত্রবধু সঙ্গীত মালা চাকমা নিজেদের জমিতে বাড়ি র্নিমাণ করতে গেলে একই এলাকার মোঃ আমির হোসেন তার ছেলে জসীম (২১) ও ইব্রাহিম (১৮) তিন জন মিলে তাদের অতর্কিতে লাঠি সোটা নিয়ে আক্রমণ করেএতে অমরকান্তি চাকমা ও তার স্ত্রী সঙ্গীত মালা চাকমা সামান্য আঘাত পেলেও মাথায়,ঘাড়ে ও পিঠে গুরুতর আঘাত পায় বীরো কুমার চাকমাবর্তমানে তিনি উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
ঘটনার প্রত্যক্ষদর্শী কিশোর শাকিব জানায়,  আমির হোসেন ও তার দুই ছেলে মিলে বীরো কুমার চাকমা তার ছেলে ও পুত্রবধুকে লাঠিসোটা ও কিলঘুষি মেরে আহত করে
আহত বীরো কুমার চাকমা বলেন, ভুমিদস্যু আমির হোসেন ইতিমধ্যে আমার ধান্য জমি দখল করে নিয়েছে,এখন বেঁচে থাকার শেষ সম্বল সামান্য পাহাড় ভিটেমাটিও কেড়ে নেওয়ার চেষ্টা করছেতিনি আরো বলেন- ২০০৬ সালে কলাবুনিয়া থেকে এসে আমির হোসেন জোরপুর্বক আমার ধান্য জমি দখল করে বসতবাড়ি নির্মাণ করেছেসে সময় তিনি আমির হোসেনের বিরুদ্ধে থানায় সাধারণ ডাইরী করেছিলেনএ ছাড়াও জমি দখল ও মারামারির ব্যাপারে আমির হোসেনের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে
বরকল থানার এএসআই মোঃ সেলিম রেজা জানান- বীরো কুমার চাকমা থানায় অভিযোগ করেছেনঅভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করবেতদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More