বরকল-জুরাছড়ি সীমান্তে বনবিহারের কুটিরে সেনা হামলার প্রতিবাদে নান্যাচরে বিক্ষোভ মিছিল

0

নান্যাচর প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

রাঙামাটি জেলার বরকল-জুরাছড়ি সীমান্তবর্তী এলাকা আমতলিতে(সুবলং ইউনিয়ন) ত্রিরত্ন বন সাধনা কুটির নামে আর্য শ্রাবক শ্রদ্ধেয় বনভান্তের একটি শাখা বিহারে সেনা হামলার প্রতিবাদে আজ ২৮ অক্টোবর ২০১০ নান্যাচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি সকাল ১০:৪৫টায় নান্যাচর হাইস্কুল থেকে শুরু হয়ে নান্যাচর বাজার ঘুরে রেস্ট হাউজে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর কলেজ শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক তাপুমণি চাকমা

বিক্ষোভ মিছিলে স্কুল, কলেজের ১০০ জনের মতো ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

তিনি অবিলম্বে কুটিরে হামলার সাথে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ, ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা ও কুটির কর্তৃপক্ষকে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান

উল্লেখ্য যে, জুরাছড়ির বনযোগী ছড়া আর্মি ক্যাম্প থেকে একদল সেনা সদস্য গত ২৬ অক্টোবর এই ভাঙচুর চালায় বলে স্থানীয় জনগণ অভিযোগ করেছেন

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More