বর্মাছড়িতে বৌদ্ধ বিহারের জায়গায় ‘পরিত্যক্ত পুলিশ ক্যাম্প’ নামে সাইনবোর্ড লাগিয়েছে সেনাবাহিনী!

0

সিএইচটি নিউজ ডটকম
Kudukchari dosbol Boddo biharলক্ষ্মীছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের কুতুকছড়ি দশবল বৌদ্ধ বিহারের জায়গায় “পরিত্যক্ত পুলিশ ক্যাম্প” নামে একটি সাইনবোর্ড লাগিয়েছে সেনাবাহিনী।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে বান্যাছোলা, খিরাম ও শুকনাছড়ি আর্মি ক্যাম্প থেকে সেনা সদস্যরা সেখানে গিয়ে এই সাইনবোর্ডটি লাগিয়ে দেয় এবং সেটি যাতে খুলে ফেলা না হয় সেজন্য কড়া নির্দেশ দিয়ে ক্যাম্পে ফিরে যায়।

Bormachari army signboard2সাইনবোর্ডে “পরিত্যক্ত পুলিশ ক্যাম্প, লক্ষীছড়ি জোন” লেখা রয়েছে।

এলাকাবাসীর আশঙ্কা, বিহারের জায়গাটি বেদখল করে সেখানে ক্যাম্প স্থাপনের লক্ষ্যে এই সাইনবোর্ডটি লাগানো হয়েছে।

 

———————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More