বাঘাইছড়িতে গণতান্ত্রিক যুব ফোরাম নেতার বাড়িতে সন্তু-মাহবুব বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে ইউপিডিএফ

0

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
রাঙামাটির বাঘাইছড়িতে বঙ্গলতলী ইউনিয়নের বি ব্লকে গতকাল ১৬ অক্টোবর রবিবার সন্ধ্যায়সন্তু-মাহবুব বাহিনীর ১৫ সদস্যের একটি সশস্ত্র দল গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য ও বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি চিক্কেধন চাকমার বাড়িতে হানা দেয়তবে সন্ত্রাসীরা আসার মিনিট খানেক আগেই চিক্কেধন চাকমা সরে যেতে সক্ষম হনতাকে অপহরণ অথবা খুন করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে হয়েছে বলে চিক্কেধন চাকমা অভিযোগ করেছেন। দাঙ্গাছড়ার শখউয়্য চাকমা ও কদমতলী গ্রামের কোকিলা চাকমা এতে নেতৃত্ব দেয়

এছাড়া সন্ত্রাসীরা এলাকাবাসীর মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছে, বিভিন্ন জনকে হুমকী দিচ্ছে ও মোটা অংকের চাঁদা দাবি করছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) বাঘাইছড়ি উপজেলা ইউনিটের সংগঠক সমশান্তি চাকমা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সন্ত্রাসীরা আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা ও ডিজিএফআই-এর মেজর মাহবুব এর মদদপুষ্ট তারাই তাদেরকে অস্ত্র ও গোলা বারুদের যোগান দেয় গত ১৫ এপ্রিল বৈসাবির একদিন পর মেজর মাহবুব সন্তু গ্রুপের সদস্য আবিস্কার বাবুর হাতে অস্ত্র তুলে দিতে গেলে বাঘাইছড়িতে জনতা তাকে ধরে ফেলেছিল

ইউপিডিএফ নেতা বলেন, সন্তু লারমা ও মাহবুবের পৃষ্ঠপোষকতার কারণে সন্ত্রাসীরা এখন বেপরোয়া হয়ে উঠেছে৷ গত ২৫ সেপ্টেম্বর সন্ত্রাসীরা বাঘাইছড়ির তালুকদার পাড়ায় ইউপিডিএফ সদস্য মোহন লাল চাকমাকে (৩০) গুলি করে খুন করে৷ ১৩ এপ্রিল জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য চিজিমনি চাকমা ও তার দুই বছরের মেয়ে অর্কি চাকমাকে ঘুমন্ত অবস্থায় বাড়িতে গিয়ে ব্রাশ ফায়ার করে খুন করে ২৯ মে জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য সনিময় চাকমা ওরফে সোহেল চাকমাকে (৩২) বাঘাইছড়ি তালুকদার পাড়ায় খুন করে

সমশান্তি চাকমা এলাকার জনগণকে রক্ষার জন্য বর্তমানে বাঘাইছড়ির কদমতলীতে অবস্থানরত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More