বাঘাইছড়িতে যুব ফোরাম নেতা আটক ও মহালছড়িতে সম্মেলনে বাধার নিন্দা ও প্রতিবাদ

0

সিএইচটিনিউজ.কম
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মাইকেল চাকমা ও সাধারণ সম্পাদক অংগ্য মারমা শুক্রবার (৩ এপ্রিল) এক যুক্ত বিবৃতিতে গতকাল করেঙ্গাতলী বাজার থেকে বাড়ী ফিরার পথে গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখা কমিটির সভাপতি অঙ্গদ চাকমাকে অন্যায়ভাবে আটক এবং ডিওয়াইএফ মহালছড়ি উপজেলা শাখার সম্মেলনের মঞ্চ ভেঙ্গে দিয়ে সম্মেলন ভণ্ডুল করে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Bibrityঘটনার বর্ণনা দিয়ে তারা বলেন, ‘গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যার দিকে বাঘাইছড়ির করেঙ্গাতলী বাজার থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে ক্যাম্পের চেকপোস্টে অঙ্গদ চাকমাকে আটক করা হয়। পরে তাকে প্রথমে বাঘাইহাট জোনে ও পরে পুলিশের হাতে সোপর্দ করা হয়। অপর এক ঘটনায় একইদিন খাগড়াছড়ির জেলার মহালছড়িতে ডিওয়াইএফ মহালছড়ি উপজেলা শাখার সম্মেলনের মঞ্চ ভেঙে দেয়া হয় ও নেতাকর্মীদের গ্রেফতারের চেষ্টা চালানো হয়। ফলে আজ শুক্রবার অনুষ্ঠিতব্য উক্ত সম্মেলন ভ-ুল হয়ে যায়।’

নেতৃবৃন্দ উক্ত ঘটনাকে গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ আখ্যায়িত করে বলেন, ‘বর্তমান সরকার একটি বিশেষ মহলের কাছে পার্বত্য চট্টগ্রামকে তুলে দিয়েছে, এরাই এখন এই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। নিরীহ পাহাড়িদের ধরপাকড়, ভীতি প্রদর্শন, গ্রেফতার, নির্যাতন ইত্যাদি এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’

ডিওয়াইএফ নেতৃবদ্বয় অবিলম্বে গ্রেফতারকৃত অঙ্গদ চাকমাকে নিঃশর্ত মুক্তি, তার বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার, সভা-সমাবেশে হামলা বন্ধ করা এবং পার্বত্য চট্টগ্রামে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবি জানান।
——————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More