বাঘাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক ১৬টি মোটর সাইকেল আটক, পরে থানায় হস্তান্তর

0

বাঘাইছড়ি প্রতিনিধি ।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উত্তর বঙ্গলতলী এলাকা থেকে সেনাবাহিনী কর্তৃক বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণকারী লোকজনের ১৬টি মোটর সাইকেল আটকের খবর পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি ২০২১) বাঘাইছড়ি উপজেলা ৩৫নং বঙ্গলতুলি ইউনিয়নের উত্তর বঙ্গলতুলির সুবেত্তু মাঠ থেকে সেনাবাহিনী সদস্যরা উক্ত ১৬টি মোটর সাইকেল নিয়ে যায় বলে স্থানীরা জানান।

জানা যায়, গতকাল উত্তর বঙ্গলতলী এলাকায় একটি বিবাহ অনুষ্ঠান হয়। আমন্ত্রিত লোকজন ভাড়ায় চালিত মোটর সাইকেলসহ নিজ নিজ মোটর সাইকেল নিয়ে ওই বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যান। এ সময় তারা মোটর সাইকেলগুলো পার্শ্ববর্তী এলাকার মাঠে রাখেন। সকাল ১১টার দিকে করেঙ্গাতুলি সেনা ক্যাম্প থেকে ১০জন সেনা সদস্যর একটি টহল টিম উক্ত মাঠে এসে মোটর সাইকেলগুলো তাদের হেফাজতে নিয়ে যায়।

পরে খবর পেয়ে মোটর সাইকেলের মালিক ও চালকরা এসে তাদের গাড়িগুলো দাবি করলে সেনারা তাদেরকে গাড়ির কাগজপত্র দেখাতে বলে। এ সময় তারা যথাযথভাবে কাগজপত্র দেখাতে পারেনি এমন অজুহাতে সেনারা মোটর সাইকেলগুলো জব্দ দেখিয়ে বাঘাইছড়ি থানা পুলিশকে খবর দেয়। এরপর সন্ধ্যা ৭টায় পুলিশ এসে সেনা প্রহরায় মোটর সাইকেলগুলো থানায় নিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মোটর সাইকেলগুলো ফেরত দেওয়া হয়নি।

 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More