বান্দরবানে পাহাড়িদের জায়গায় বিজিবির সেক্টর স্থাপন নিয়ে উত্তেজনা

0

সিএইচটিনিউজ.কম
Bandarban BGB1বান্দরবান:
বান্দরবান সদর উপজেলার ক্রাইক্ষ্যং পাড়া এলাকায় পাহাড়িদের জায়গা জবরদখল করে বিজিবির নতুন সেক্টর সদর দপ্তর স্থাপন করা নিয়ে আজ ২০ অক্টোবর সোমবার সকালে পাহাড়ি ও বিজিবি সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

জানা যায়, সোমবার সকালে ঢাকা থেকে কয়েকজন শিক্ষক ক্রাইক্ষ্যং পাড়া এলাকা পরিদর্শনে গেলে বিজিবি সেখানে প্রবেশে বাধা প্রদান করলে স্থানীয় পাহাড়িরা এর প্রতিবাদ জানায়। পরে ৫ শতাধিক নারী-পুরুষ বিজিবির বাধা উপেক্ষা করে সেখানে প্রবেশ করে। এ সময় উত্তেজাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

উল্লেখ্য, এলাকার জনগণ ও মৌজার প্রধানের মতামতকে উপেক্ষা করে বান্দরবান সদর ইউনিয়নের ক্রাইক্ষ্যং পাড়া ও তার আশেপাশের পাহাড়ি গ্রামবাসীদের ৫০ একরের অধিক পরিমাণ জায়গা জবরদখল করে বিজিবির সেক্টর সদর দপ্তর নির্মাণ করছে। গত ১০ সেপ্টেম্বর হতে বিজিবি সেখানে অবস্থান নেয়। এর প্রতিবাদে গত ২১ সেপ্টেম্বর পাহাড়ি গ্রামবাসীরা বান্দরবান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেয়।
————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More