বান্দরবানে বিজিবি কর্তৃক জমি অধিগ্রহনের প্রতিবাদে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মানববন্ধন

0

নিজস্ব প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
28.04.14বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলাধীন ৩৪০ নং তারাছা মৌজায় হদা বাবু ও পেশকার ঘোনায় অবস্থিত বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান রামজাদী, রাম মহাবিজয় মন্দির ও রাম নংদগ্রী জাদি ও এর পাশ্ববর্তী ১৫ একরের অধিক জমি বিজিবি’র সেক্টর সদর দপ্তর স্থাপনের জন্য অধিগ্রহনের প্রস্তাব অনুমোদন লাভ করার প্রতিবাদে সহশ্রাধিক বৌদ্ধধর্মাবলম্বী মানববন্ধন, মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ কর্মসুচি পালন করেছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে এই কর্মসুচি পালিত হয়।Bandarban-monomisil

মানবববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ২নং তারাছা ইউিনয়ন পরিষদের চেয়ারম্যান শৈথোয়াইচিং মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ধর্মীয় গুরু উ সোদানাপঞঞা ভিক্ষু, উ পঞঞামালা ভিক্ষু, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মংশৈ প্রু চৌধুরী, বাচিং মং মারমা ও শীল জৌতি বড়ুয়া প্রমুখ।

বক্তারা বলেন, বৌদ্ধধর্মাবলম্বীদের তীর্থস্থান রামজাদি ও রাম মহাবিজয় মন্দিরের প্রায় ১৫ একর এবং তারাছা মৌজায় বসবাসতরত পাহাড়িদের জমি বিজিবি’র সেক্টর সদর দপ্তর স্থাপনের জন্য সরকার কর্তৃক অধিগ্রহনের অনুমোদন দিয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। একটি ধর্মীয় প্রতিষ্ঠান ও তার অতি নিকটবর্তী জমি অধিগ্রহণের প্রস্তাব অত্যন্ত নিন্দনীয় ও তাতে অপূরণীয় ক্ষতির আশংকা বিরাজমান। উক্ত জমি অধিগ্রহণ করা হলে ধর্মীয় আচার-অনুষ্ঠার পালনে প্রতিবন্ধকতাসহ নানা ধরনের সমস্যার সৃষ্টি করবে।

28.04.14-3বক্তারা বিজিবি’র সেক্টরের জন্য উক্ত জমি অধিগ্রহণ প্রক্রিয়া বাতিলের দাবি জানান।

সমাবেশ শেষে জমি অধিগ্রহণ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে জেলা প্রশাসকের বরাবরে একটি স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে রাজগুরু বিহারের উ মহাপঞঞা ভিক্ষু, রামনন্দগিরি জাদির উপঞঞাসিরি ভিক্ষু, বুদ্ধধাতু জাদির উ পঞঞালোকা ভিক্ষু, রামজাদির উপবিহারাধ্যক্ষ উ সোডনপঞঞা ভিক্ষু, রাম জাদির উ পঞঞামালা ভিক্ষু, ২নং তারাছা ইউনিয়নের চেয়ারম্যান শৈথোয়াইচিং মারমা প্রমুখ স্বাক্ষর করেন।
——————

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More