বান্দরবানে শিশু শিক্ষার্থীদের জন্য সড়ক

0

সিএইচটিনিউজ.কম ডেস্ক:
53020140401114801বান্দরবান পার্বত্য জেলায় প্রথমবারের মতো শিশু শিক্ষার্থীদের যাতায়তের সুবিধার্থে সড়ক নির্মাণ করছে বান্দরবান পৌরসভা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বান্দরবান কালেক্টর স্কুলের শিক্ষার্থীরা স্কুলে আসা-যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকের বাসভবনের পাশ দিয়ে শিল্পকলা একাডেমীর মাঠের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়ত করতো। শিল্পকলা একাডেমীর অর্ধ সম্পূর্ণ নির্মাণ কাজের পিলারের ওপর ছড়িয়ে ছিটিয়ে রড পড়ে থাকার কারণে শিক্ষার্থীরা যাতায়তের সময় আহত হওয়ার ঘটনা ঘটতো।

আরো জানা গেছে, শিক্ষার্থীদের কথা ভেবে দীর্ঘদিন পর নতুন সড়ক নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা। সড়ক পথের জন্য জায়গা না থাকায় জেলার পুরাতন ডাকঘরের পাশের ড্রেনের ওপর দিয়ে স্কুলে আসা-যাওয়ার জন্য প্রায় ২৬ লক্ষ অর্থ ব্যয়ে ১২ ফুট প্রস্থ, ১৮০ ফুট লম্বা সড়ক নির্মাণ করা হচ্ছে।

বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী মং শুই খয় মার্মা বলেন, শিশু শিক্ষার্থীদের চলাচলের কথা ভেবে সড়কটি নির্মাণ করা হচ্ছে।

এদিকে সড়কটি নির্মাণের কাজ শুরু হওয়ায় শিশু শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এখন থেকে আগের ঝুঁকিপূর্ণ সড়ক এড়িয়ে নির্মাণাধীন সড়কের পাশ দিয়ে যাতায়ত শুরু করে দিয়েছে। উক্ত সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী যাতায়ত করে।

এই ব্যাপারে স্থানীয় কৌশিক দাশ গুপ্ত বলেন, সড়কটি নির্মাণের ফলে শুধু শিক্ষার্থীদের নয়, আশপাশের অনেক এলাকার স্থানীয়দেরও যাতায়তের সুবিধা হবে।

সৌজন্যে: রাইজিংবিডি

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More