বিদ্যালয় ভবন থেকে সেটলারদের সরিয়ে নেয়ার দাবিতে বাঘাইহাটে মানববন্ধন

0

বাঘাইছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
সাজেক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন থেকে সেটলার পরিবারগুলোকে অন্যত্র সরিয়ে নেয়ার দাবিতে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা মানববন্ধন করেছে।
আজ ১৩ মার্চ সকাল ১০টায় বাঘাইহাট বাজারে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: শাহজাহান, সহকারী শিক্ষক মো: মুজিবুর রহমান, বাঘাইহাট বাজারের সেক্রেটারী মো: নাজিমউদ্দিন রাজু ও সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার বিনয় কান্তি চাকমা।
মানববন্ধনে চার শ’র মতো ছাত্র-ছাত্রী, অভিভাববক ও শিক্ষক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা শিক্ষার্থীদের পড়াশুনার সুবিধার্থে বিদ্যালয় ভবনে বসবাসকারী সেটলার পরিবারগুলোকে অন্যত্র সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন।
উলেস্নখ্য, বিগত ২০১০ সালের ১৯-২০ ফেব্রুয়ারী সাজেকে পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলার পর সেনাবাহিনী ও প্রশাসন বেশ কয়েকটি সেটলার পরিবারকে বিদ্যালয় ভবনে অবস্থানের জন্য জায়গা করে দেয়। সেই থেকে আজ পর্যন্ত তারা সেখানে বসবাস করে আসছে। যার ফলে শিক্ষার্থীদের পড়াশুনার সুবিধার্থে বিদ্যালয় ভবনটি নির্মিত হলেও বর্তমানে শিক্ষার্থীদের পাঠদানে ব্যবহৃত না হয়ে সেটলারদের বসতবাড়িতে পরিণত হয়েছে। ফলে শিক্ষার্থীদের পড়াশুনার চরমভাবে ব্যাঘাত সষ্টি হচ্ছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More