বিপ্লবী ‘মাস্টার দা সূর্য সেনের’ ৮৩তম আত্মাহুতি দিবসে পার্বত্য তিন সংগঠনের শ্রদ্ধাঞ্জলি

0

pic 5 চট্টগ্রাম: ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রাতঃস্মরণীয় বিপ্লবী ‘মাস্টার দা সূর্য সেনের’ ৮৩তম আত্মাহুতি দিবসে জেমসেন হল ও রাউজানের অবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি ও পূষ্পস্তবক অর্পণ করে পার্বত্য চট্টগ্রামের ছাত্র-যুব-নারী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন ।

আজ বৃহস্পতিবার(১২ জানুয়ারি) সকাল ৮টায় রাউজানের বিপ্লবী সূর্যসেনের আবক্ষ মূর্তিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয় শাখা, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন কাউখালী থানা শাখার উদ্দ্যোগে র‌্যালী করে তিন সংগঠনের নেতা কর্মীরা পুষ্পস্তবক অর্পন করেন । pic 1এছাড়া সকল ৯টার দিকে চট্টগ্রাম নগরীর জেমসেন হলে পাশে মাস্টার দা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে মাস্টার দা সূর্যসেন স্মৃতি রক্ষা কমিটি চট্টগ্রাম এর ব্যানারে আয়োজিত শ্রদ্ধার্ঘ নিবেদন অনুষ্ঠানে র‌্যালী ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায় তিন সংগঠনের চট্টpic 3গ্রাম মহানগরের নেতৃবৃন্দ।

রাউজানের শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা এবং জেমসেন হলে মাস্টার দা সুর্যসেন স্মৃতি রক্ষা কমিটির উদ্দ্যোগে শ্রদ্ধার্ঘ নিবেদন অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা।

শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে তিন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বিপ্লবী মাস্টার দা সূর্যসেন এখনো আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে প্রাতঃস্মরণীয় সকলের কাছে। তার কাছ থেকে শিক্ষা নিয়ে পাহাড় ও সমতলের নিপীড়িত জনগণ ও জাতিসমূহের সার্বিক মুক্তির সংগ্রামকে বেগবান করতে হবে।
————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।  

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More