বিলাইছড়িতে একটি বৌদ্ধ ভাবনা কেন্দ্রে সেটলারদের হামলা

0

Bilaichari photo2বিলাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন কর্তৃক পরিচালিত একটি ভাবনা কেন্দ্রে সেটলাররা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছেআজ ২৮ জানুয়ারী শনিবার সকালে এ ঘটনা ঘটে

জানা যায়, গতকাল শুক্রবার বিলাইছড়ি ও কাপ্তাই উপজেলার সীমান্তবর্তী হরিণছড়া এলাকায় অজ্ঞাত ব্যক্তি কর্তৃক মো: শাহ আলম নামে এক বাঙালি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেটলাররা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করেআজ ২৮ জানুয়ারী শনিবার সকাল থেকেই সেটলাররা উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ অবরোধ করে রাখেএ সময় সেটলাররা কাপ্তাইগামী দুটি ইঞ্জিন চালিত বোটও ভাঙচুর করে

সকাল আনুমানিক ৮টার দিকে সেটলাররা বিলাইছড়ি উপজেলার বারুদগোলা মৌজার টিলাছড়া এলাকায় “কিলাছড়ি বিদর্শন ভাবনা কেন্দ্রে” হামলা চালায়সেটলাররা বুদ্ধমূর্তিসহ ভাবনা কেন্দ্রের জিনিসপত্র ভাঙচুর করে এবং তছনছ করে দিয়েছে বলে সূত্র জানিয়েছেসুমনানন্দ ভিক্ষু এ ভাবনা কেন্দ্রে দায়িত্ব পালন করছেনএকই সময় সেটলাররা কিলাছড়ি গ্রামের বিনয় চাকমার বাড়িতেও হামলা চালায়সেটলাররা তার বাড়ির বেড়া ভেঙে দেয় এবং ৮০ ওয়ার্ডের সোলার ব্যাটারি ১টি, ধান প্রায় ২০০ আড়ি ও চাল ২০ কেজি লুট করে নিয়ে যায়এ ঘটনার পর এলাকায় পাহাড়িদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেবিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শনে গেছেন বলে জানা গেছে

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More