বোরকা পার্টির খুন, সন্ত্রাস, অপহরণ, মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির প্রতিবাদে লক্ষ্মীছড়ি বাজার বয়কট কর্মসূচী ঘোষণা

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
অপহৃত ধন কুমার চাকমাকে উদ্ধারের দাবিতে ও বোরকা পার্টির খুন, সন্ত্রাস, অপহরণ, মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির প্রতিবাদে লক্ষ্মীছড়ি বাজার বয়কট কর্মসূচীর ঘোষণা করেছে বোরকা পার্টি প্রতিরোধ কমিটি। আজ বুধবার বোরকা পার্টি প্রতিরোধ কমিটির আহ্বায়ক সুজেন্দ্র চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে আগামী রবিবার থেকে শনিবার অর্থাত্‍ ৯ – ১৫ অক্টোবর এক সপ্তাহের জন্য লক্ষ্মীছড়ি বাজার বয়কট কর্মসূচী পালনের কথা জানানো হয়। তবে আগামী শনিবারের মধ্যে ধন কুমার চাকমাকে উদ্ধার করা হলে কিংবা মুক্তি দেয়া হলে উক্ত কর্মসূচী প্রত্যাহার করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবতিতে বলা হয়, গত ২ অক্টোবর বোরকা সন্ত্রাসীরা ধন কুমার চাকমা (৩৬) নামে এক নিরীহ ব্যক্তিকে খাগড়াছড়ি জেলার মানিকছড়ির ছোট কালাপানি (দোজরী পাড়া) গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করে৷ অপহরণের পর তাকে অজ্ঞাত স্থানে নেয়া হয়েছে। সন্ত্রাসীরা তার মুক্তির জন্য তার পরিবারের কাছ থেকে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে এবং এ ব্যাপারে থানায় মামলা না করার জন্য হুমকী দিচ্ছে। ধন কুমার চাকমার বাড়ি বর্মাছড়ির কলাছড়ি গ্রামে। তার পিতার নাম টনক্কো চাকমা।

ধন কুমার চাকমা ছাড়াও গতকাল ৪ অক্টোবর বোরকা পার্টির সন্ত্রাসীরা থুইচাউ মারমা নামে ১৪ বছরের এক বালককে ফটিকছড়ির সমুরহাট বাজার থেকে অপহরণ করে। তার পিতার নাম হ্লাথোঅং মারমা, গ্রাম ১ নং লক্ষ্মীছড়ি ইউনিয়নের দুধ্যা পাড়া। সন্ত্রাসীরা তাকে মারধর করে, তবে এলাকার জনগণের ব্যাপক চাপ ও সমালোচনার মুখে ওই দিন বিকেলের দিকে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।

বিবৃতিতে উক্ত দুই নিরীহ ব্যক্তিকে অপহরণ ও মারধর অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে বলা হয়, দীর্ঘ দিন ধরে বোরকা পার্টি নামধারী সন্ত্রাসীরা লক্ষ্মীছড়িতে এভাবে অপহরণ, খুন ও প্রকাশ্যে চাঁদাবাজি করে আসছে। প্রশাসন এ সব দেখেও না দেখার ভাণ করে থাকে। তাই বোরকা পার্টির সন্ত্রাস প্রতিরোধের জন্য এলাকার জনগণ নিজেরাই সংগঠিত হচ্ছেন। কারণ যে কোন বোধসম্পন্ন ব্যক্তি বোরকাদের এই সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ না করে পারে না।

এছাড়া একই দাবিতে আগামীকাল বৃহস্পতিবার লক্ষ্মীছড়িতে গণসমাবেশ অনুষ্ঠিত হবে বলেও বিবৃতিতে জানানো হয়। উক্ত গণসমাবেশ ও বাজার বয়কট কর্মসূচী সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More