ভূমি কমিশন অফিস ঘেরাও কর্মসূচিতে খাগড়াছড়ির বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের একাত্মতা প্রকাশ

0
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের এক তরফা শুনানী বাতিল ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবিতে গণতান্ত্রিক যুব ফোরাম ঘোষিত আগামী ১০ জুন খাগড়াছড়িতে ভূমি কমিশন অফিস ঘেরাও কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে খাগড়াছড়ির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আজ ৫ জুন মঙ্গলবার সংবাদপত্রে এক বিবৃতি প্রদান করেছেন
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন, খবংপুড়িয়া সমাজ উন্নয়ন কমিটির সভাপতি পুরুষোত্তম চাকমা, দেওয়ান বাজারের(স্বনির্ভর) বাজার চৌধুরী যশোবন্ত দেওয়ান, পাইওনিয়ার কাবের প্রচার সম্পাদক দীপায়ন তালুকদার, চান্দবী কাবের সভাপতি লিটন চাকমা, ইয়ং স্টার কাবের সদস্য বিদর্শন চাকমা, খবংপুড়িয়া কল্যাণ সমিতির সদস্য কালায় দেওয়ান, ডাংগু বহুমুখী সমবায় সমিতির সদস্য সৈকত দেওয়ান, মুনিগ্রাম উজ্জ্বল কাবের সভাপতি জগৎজ্যোতি চাকমা, হিল স্টার কাবের সহ সম্পাদক নিউটন চাকমা, আনন্দ সমিতির সভানেত্রী সুপ্রভাসা দেওয়ান, উপালী সমিতির সভানেত্রী গীতা চাকমা, নারানখাইয়া কৃষি কল্যাণ সমবায় সমিতির সভাপতি কমল বিহারী চাকমা ও কোম্পানী পাড়া বহুমুখী সমিতির কার্যকরী সদস্য রসবিন্দু চাকমা
বিবৃতিতে তারা বলেন, ভূমি কমিশনের বর্তমান চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ২০০৯ সালের ২০ জুলাই দায়িত্ব গ্রহণের পর অগণতান্ত্রিক ও স্বৈরাচারী কায়দায় কমিশনের কার্যক্রম পরিচালনা করে একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেনতিনি পার্বত্য চট্টগ্রামের জনগণের দাবি-দাওয়াকে উপেক্ষা করে এক তরফাভাবে শুনানী কার্যক্রম পরিচালনা করছেন, যা পার্বত্য চট্টগ্রামের জনগণের কাছে কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না
বিবৃতিতে তারা আরো বলেন, বর্তমান ভূমি কমিশন আইন পুরোপুরি অগণতান্ত্রিক এবং এতে কমিশন চেয়ারম্যানের হাতে সর্বময় ক্ষমতা দেয়া হয়েছে; অন্য সদস্যদের রাখা হয়েছে সাক্ষী গোপাল হিসেবেতাই ভূমি কমিশনের আইনের বিতর্কিত ও অগণতান্ত্রিক ধারা সংশোধন না করে ও পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি না দিয়ে পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধান কিছুতেই সম্ভব নয়
বিবৃতিতে তারা অবিলম্বে ভূমি কমিশনের চলমান শুনানী কার্যক্রম বাতিল, পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি ও ভূমি কমিশন আইনের অগণতান্ত্রিক ধারা সংশোধনের দাবি জানান
উল্লেখ্য, পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী এক তরফা শুনানী কার্যক্রম বাতিল না করে আগামী ১০ ও ১১ জুন পুনরায় শুনানী তারিখ ধার্য্য করায় গত ৩১ মে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশ থেকে গণতান্ত্রিক যুব ফোরাম ১০ জুন ভূমি কমিশন অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করে

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More