ভেঙে ফেলা হচ্ছে আলুটিলার ‘ইমাং রিসোর্ট’

0
নিজস্ব প্রতিবেদক
সিএইচটনিউজ.কম
 
খাগড়াছড়ি: খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় স্থাপিত বহুল আলোচিত ‘ইমাং রিসোট’ অবশেষে ভেঙে ফেলা হচ্ছে। এ লক্ষ্যে গত শুক্রবার জেলা প্রশাসক মো. মাসুদ করিম সংবাদপত্রে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।গত বছরের ৭ জুলাই ওই রিসোর্টের কাছে ইমাংয়ের কথিত মালিক আস্থা ত্রিপুরার নৃশংসভাবে খুন হওয়া এবং গত ৫ ফেব্রুয়ারি নির্যাতনের মুখে এক কিশোরীর আত্মহত্যা প্রচেষ্টার ঘটনায় আলোচনায় উঠে আসে ‘ইমাং রিসোর্ট’।

এক বছরের মাথায় ঘটে যাওয়া দুটি নৃশংস ঘটনায় থানায় মামলা হলেও কোনটিরই সুরাহা করতে পারেনি পুলিশ ও গোয়েন্দারা। রিসোর্টটির প্রকৃত মালিকানা ও ভূমির কর্তৃত্ব নিয়ে নানামুখি প্রশ্ন দেখা দেওয়ায় অনুসন্ধানে নামে জেলা প্রশাসনের একটি দল।

দীর্ঘ তদন্তের পর জারি করা হয় উচ্ছেদ নোটিশ। নোটিশ জারির পর একটি প্রভাবশালীমহল রিসোর্টটিতে নিজেদের কর্তৃত্ব টিকিয়ে রাখতে জোর তদবির শুরু করে।

২০০৮ সাল থেকে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় ইমাং রিসোর্টটি গড়ে উঠে। খাগড়াছড়ি জেলা প্রশাসনের ব্যবসা-বাণিজ্য শাখা থেকে  ২০১১ সালের ৬ এপ্রিল এটিকে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ক্যাটাগরির লাইসেন্স ইস্যু করা হয়। (সূত্র: সুপ্রভাত বাংলাদেশ)

 
 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More