মহালছড়িতে কমিউনিটি পুলিশিং ফোরাম এর মত বিনিময় ও আলোচনা সভা

0

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
Mahalchari Thana news 22-05-2014খাগড়াছড়ির মহালছড়িতে “পুলিশই জনতা- জনতাই পুলিশ”প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিকাল ৪টায় কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে মহালছড়ি থানা কমপ্লেক্স এর সভা কক্ষে এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান। এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার জিয়াউল হক।

মত বিনিময় ও আলোচনা সভায় অংশ গ্রহন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ।

মতবিনিময় সভায় বক্তারা এলাকার সার্বিক পরিস্থিতি সর্ম্পকে তুলে ধরেন। এলাকায় অপরাধমূলক কর্মকান্ডের মধ্যে মদ, জুয়া ও ইভটিজিং সম্পর্কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জনগণ সঠিক তথ্য দিয়ে সহযোগিতা দিলে অপরাধীরা যত বড় শক্তিশালী হোক এদের নির্মূল করা পুলিশের কোন কঠিন কাজ নয়। সকল অপরাধীদের ধরতে জনগণকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা দেওয়ার আহবান জানান তিনি।
——————

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More