মহালছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের ৫ম বার্ষিক সম্মেলন সম্পন্ন

0

মহালছড়ি(খাগড়াছড়ি) সংবাদদাতা
সিএইচটিনিউজ.কম
Pcp metting
খাগড়াছড়ি’র মহালছড়িতে ২০ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মহালছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২য় তলায় ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা কমিটির ৫ম বার্ষিক কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

“ছাত্র সমাজের মৌলিক দাবী শিক্ষা সংক্রান্ত ৫দফা বাস্তবায়নে সোচ্চার হোন” এই শ্লোগানে অনুষ্ঠিত সম্মেলনে পিসিপি সভাপতি রতন স্মৃতি চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিলাস চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক সর্বানন্দ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা ও পিসিপি’র তনয় চাকমা, সুমন্ত চাকমা । এতে আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা গণতান্ত্রিক যুব ফোরাম সভাপতি পলাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক নির্দশন খীসা প্রমুখ ।

সমাবেশে বক্তারা সম্প্রতি কমলছড়িতে সবিতা চাকমাকে হত্যা ও মানিকছড়িতে মারমা কিশোরী ধর্ষিত হওয়ারMohalchari pcp new committtee photo1 প্রসঙ্গে বলেন, পাহাড়ে জুম্ম নারীদের উপর ধর্ষণ, অত্যাচার-নির্যাতনের মাত্রা প্রতিনিয়ত বেড়েই চলেছে। প্রশাসনের সুষ্ঠু বিচারতো দুরের কথা দোষীদের ধরতে আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে, দোষীরা সাহস পেয়ে অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে তারা উল্লেখ করেন। এছাড়াও শিক্ষাক্ষেত্রে পাহাড়িরা বৈষম্যের শিকার হচ্ছে বলে দাবী করেন। সংখ্যালঘু জাতিসত্তার অধিকার আদায় সহ সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ করতে পাহাড়ি ছাত্র পরিষদ গণতান্ত্রিক পন্থায় আন্দোলন চালিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

উক্ত সম্মেলনে পিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বিলাস চাকমা মহালছড়ি উপজেলা পিসিপির সাবেক সাধারণ সম্পাদক তপন চাকমাকে সভাপতি, মেনন চাকমাকে সাধারন সম্পাদক ও বিনীত চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষনা করেন এবং নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শেষে পিসিপি’র কর্মী সমর্থকেরা মহালছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় হতে একটি বিশাল মিছিল বের করে। মিছিলটি মহালছড়ি বাস স্টেশনে এসে শেষ হয়।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More