মহালছড়িতে পাহাড়ি ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ

0
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পশ্চিম মানিকছড়ি ভিতর পাড়ার বাসিন্দা বাত্যা চাকমার(২৫) বাড়িতে সেটলার কর্তৃক অগ্নিসংযোগের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেআজ ১৮ আগস্ট শনিবার দুপুর ১:৩০টার সময় মহালছড়ি উপজেলার সওজ বিভাগের মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মহালছড়ি বাজার প্রদক্ষিণ করে আবার সওজ বিভাগের মাঠে এসে শেষ হয়মিছিল পরবর্তী সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জয়সেন পাড়ার কার্বারী জ্যোতিলাল চাকমাএছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের মহালছড়ি উপজেলা শাখার সভাপতি ঊষাময় খীসা ও পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সেটলাররা মাইসছড়ি এলাকায় পাহাড়িদের জায়গা-জমি বেদখলের জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে আসছেবিগত ২০০৭-২০০৮ সালে দেশে জরুরী অবস্থার সময় সেনা সহায়তায় সেটলাররা পাহাড়িদের শত শত একর জায়গা বেদখল করেছেআবারো জায়গা বেদখলের উদ্দেশ্যে বাত্যা চাকমার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে
বক্তারা অবিলম্বে বাত্যা চাকমার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত আশরাফকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ভূমি বেদখল বন্ধেদ প্রয়োজন পদপে গ্রহণ ও বেদখলকৃত ভূমি ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন
উল্লেখ্য, গতকাল ১৭ আগস্ট শুক্রবার বিকাল ৩টার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে জয়সেন পাড়ার (সেটলার পাড়ার) বাসিন্দা আশরাফ বাত্যা চাকমার বাড়িতে আগুন লাগিয়ে দেয়ফলে আগুনে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More