মহালছড়িতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে

0

নিজস্ব প্রতিবেদক, মহালছড়ি
সিএইচটিনিউজ.কম
Voter Mohalchari
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় খাগড়াছড়ির মহালছড়িতে আজ বুধবার(১৯ ফেব্রুয়ারী) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন চলছে। সকাল থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন বয়সের নারী পুরুষ স্বতঃস্ফুর্তভাবে ভোটকেন্দ্রে আসতে শুরু করে। সদ্য ভোটার হওয়া যুবক যুবতী থেকে শুরু করে সত্তর উর্ধ বয়সীরা ভোটকেন্দ্রে আসতে দেখা গেছে। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। খররৌদ্রের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা যায়। এসময় অনেককে কোলে ছোট্ট বাচ্চা নিয়ে লাইনে দাঁড়াতে দেখা গেছে। তবে অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি যথেষ্ট কম।

উপজেলার ১৭ টি ভোট কেন্দ্রের মধ্যে সবটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রায় সবক’টি ভোটকেন্দ্রে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় রাস্তায় গাড়ি নিয়ে টহল দিচ্ছে । অধিকাংশ ভোটকেন্দ্রে ১৫০ গজের মধ্যে সেনা উপস্থিতি থাকার কারণে ভোটারদের মনে কিছুটা আতংক বিরাজ করছে।

উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের করল্যাছড়ি প্রাথমিক বিদ্যায় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে ভোটার উপস্থিতির ব্যাপারে জানতে চাওয়া হলে তারা বলেন, কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক। এখনো যারা ভোট দিতে আসেননি তারাও বাকী সময়ের মধ্যে আসতে পারে। সময় গড়ানোর সাথে সাথে ৬০-৭০ ভাগ ভোট কাস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে।

মহালছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় নেতা বিমল কান্তি চাকমা (মুর্ত্ত বাবু), সোনা রতন চাকমা (ইউপিডিএফ সমর্থিত) ও মহালছড়ি উপজেলা আওয়ামী-লীগের সভাপতি লীলোৎপল খীসার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More