মহালছড়িতে সাম্প্রদায়িক হামলার ১১তম বার্ষিকীতে গণতান্ত্রিক যুব ফোরাম ও পিসিপি’র বিক্ষোভ সমাবেশ

0

সিএইচটিনিউজ.কম
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর যৌথ উদ্যোগে  আজ ২৬ আগষ্ট মঙ্গলবার দুপুর ১২টায় মহালছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ২০০৩ সালের ২৬ আগষ্ট সেনা-সেটলার কর্তৃক সংঘটিত সাম্প্রদায়িক হামলা, খুন, অগ্নিসংযোগ, লুটপাট এর ১১তম বার্ষিকীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণতান্ত্রিক যুব ফোরাম মহালছড়ি উপজেলা শাখার সভাপতি পলাশ চাকমার সভাপতিত্বে ও  সাংগঠনিক সম্পাদক নিদর্শন খীসার উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সর্বানন্দ চাকমা, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শিখা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বিপুল চাকমা। পিসিপি’র মহালছড়ি থানা শাখার সভাপতি তপন চাকমা সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া  গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সচিব রিপন চাকমা, মহালছড়ি সদর ইউনিয়ন এর সংরক্ষিত আসনের ইউপি সদস্য যবনিকা দেওয়ান প্রমূখ মঞ্চে উপস্থিত ছিলেন।

প্রচণ্ড বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ২০০৩ সালে ২৬ আগস্টের হামলা ছিল পূর্বপরিকল্পিত। সেদিন সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগীতায় সেটলার বাঙালিরা উপজেলা সদরের বাবু পাড়া সহ ৯টি পাহাড়ি গ্রামে হামলা চালিয়ে সাড়ে তিন শতাধিক ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। হয়েছে। হামলাকারীরা প্রবীণ মুরুব্বী বিনোদ বিহারী খীসা ও আট মাস বয়সী শিশু কিরিতনকে হত্যা, ৯ জন পাহাড়ি নারীকে ধর্ষণ, ৪টি বৌদ্ধ মন্দির পোড়ানো, বুদ্ধ মূর্তি ভাঙচুর ও এক বৌদ্ধ ভিক্ষুকে লাঞ্ছিত করে। এছাড়াও হামলাকারীরা প্রতিটি গ্রামে ব্যাপক লুটপাট চালায়।

বক্তারা আরো বলেন, এ বর্বরোচিত হামলার আজ ১১ বছর পরও হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যার ফলে সেটলাররা পার্বত্য চট্টগ্রামে বার বার এ ধরনের হামলা সংঘটিত করার সাহস পাচ্ছে।

বক্তারা ২০০৩ সালের ২৬ আগষ্ট মহালছড়িতে সংঘটিত সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ পার্বত্য চট্টগ্রামে ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মহালছড়ি বাজার ঘুরে বাসস্টেশনে সংক্ষিপ্ত সমাবেশের পর বাবুপাড়ায় এসে শেষ হয়।
————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More