মাটিরাঙ্গায় ১৪৪ ধারা জারি অগণতান্ত্রিক- যুব ফোরাম

0
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
 
মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক গোমতি বাজার  ও ইউনিয়ন পরিষদসহ এর আশে-পাশের এলাকায় ১৪৪ ধারা জারিকে অগণতান্ত্রিক আখ্যায়িত করেছে গণতান্ত্রিক যুব ফোরাম।যুব ফোরামের  কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলা হয়, মাটিরাংগা উপজেলাধীন গোমতি বাজার এলাকায় সমাবেশ করার বিষয়ে প্রশাসনকে আগাম অবগত করা হলেও আজ ১২ জুন বিকালের দিকে হঠাৎ মাইকিং করে সভা-সমাবেশের উপর বিধিনিষেধ আরোপ করে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। যা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার পরিপন্থী।

খোঁজ নিয়ে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে একই এলাকায় ইউপিডিএফ(মূলত যুব ফোরাম) ও পিবিসিপি পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়ায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ১৪৪ ধারা জারির কথা বলা হলেও মূলত যুব ফোরামের সমাবেশকে বানচাল করে দেয়ার জন্য পরিকল্পিতভাবে পিবিসিপিক-কে ব্যবহার করে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটককৃত যুব ফোরাম ও পিসিপি নেতাদের নিঃশর্ত মুক্তি, মাটিরাংগা-গোমতি এলাকায় সাধারণ পাহাড়িদের হয়রানি বন্ধের করা ও  প্রশাসনের অন্যায় ১৪৪ ধারা জারির প্রতিবাদে গণতান্ত্রিক যুব ফোরাম আগামীকাল ১৩ জুন বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা, রামগড় ও মানিকছড়ি উপজেলা সহ খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ঘোষণা করেছে।

উল্লেখ্য, গণতান্ত্রিক যুব ফোরামের আহুত সমাবেশকে কেন্দ্র করে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আজ বধবার বিকেল ৪টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত গোমতি বাজার  ও ইউনিয়ন পরিষদসহ এর আশে-পাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। যুব ফোরাম নেতা পঞ্চসেন ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার গোমতি বাজারে এ সমাবেশ হওয়ার কথা ছিল।
—-

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More