মাটিরাঙ্গার গোমতিতে সেটলার হামলায় গ্রামছাড়া ৪০ পরিবার পাহাড়ি মানবেতর জীবনযাপন করছে

0
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
মাটরাঙ্গা: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের টাকার মনি পাড়া থেকে সেটলার বাঙালিদের হামলার কারণে  গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া ৪০ পরিবার পাহাড়ি এখনো ভয়ে গ্রামে ফিরে যেতে পারেনি। তারা বর্তমানে পাশ্ববর্তী বিরাশি টিলা ও খেয়া পাড়ায় আশ্রয় নিয়ে বৃষ্টি বাদলের দিনে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।গত ১৮ জুন গভীর রাতে গোমতি এলাকার বান্দরছড়া থেকে একদল সেটলার ত্রিপুরা গ্রাম টাকার মনি পাড়ায় হামলা চালায়। এ সময় পাহাড়িরা কোন রকমে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পায়।

এ হামলার আজ ১০ দিন অতিক্রান্ত হলেও প্রশাসন গ্রাম ছাড়া পাহাড়ি পরিবারগুলোকে তাদের নিজ গ্রামে ফিরিয়ে আনার ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করেনি। এমনকি এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাদের কোন খোঁজখবরও নেয়া হয়নি। বরং প্রশাসন শুরু থেকে ঘটনা অস্বীকার করার চেষ্টা চালিয়ে আসছে।

দেশের সংবাদ মাধ্যমগুলোও এ খবরটি এক প্রকার ধামাচাপা দিয়েই রেখেছে। দু’একটি পত্রিকা বাদে কোন পত্র-পত্রিকায় এ হামলার খবরটি প্রকাশিত হয়নি। ফলে এ ঘটনা সম্পর্কে অনেকের অজানাই রয়ে গেছে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) প্রশাসনের নির্লিপ্ততা, মিথ্যাচার ও সংবেদনহীন আচরণকে দ্বিতীয় হামলা বলে মন্তব্য করে বলেছে এটা গ্রহণযোগ্য নয় কারণ তা হামলাকারীদের আরো উসাহিত করবে। ইউপিডিএফ অবিলম্বে গ্রামছাড়া পরিবারগুলোকে জানমালের নিরাপত্তাসহ ফিরিয়ে এনে নিজ নিজ জায়গায় পুনর্বাসনের দাবি জানিয়েছে।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More