মাটিরাঙ্গায় সেনাবাহিনী কর্তৃক ৪ নিরীহ গ্রামবাসীকে আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ

0
ডেস্ক রিপোর্ট
সিএইচটিনিউজ.কমইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি ইউনিটের সংগঠক প্রদীপন খীসা আজ ৩০ জুলাই ২০১৩ মঙ্গলবার এক বিবৃতিতে গতকাল খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকা থেকে সেনাবাহিনী কর্তৃক বিনা অপরাধে একই পরিবারের ৩ জন সহ ৪ নিরীহ গ্রামবাসীকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, গতকাল ২৯ জুলাই সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা জোনের একদল সাপমারা গ্রামে গিয়ে উক্ত গ্রামের বাসিন্দা বইদ্যা ত্রিপুরার ছেলে গজেন্দ্র ত্রিপুরা (৬০), গজেন্দ্র ত্রিপুরার দুই ছেলে ধরেন কিশোর ত্রিপুরা (৩০) ও অনিল বিকাশ ত্রিপুরা (২৫) এবং একই এলাকার লাল কিশোর ত্রিপুরার ছেলে হিমেল জ্যোতি ত্রিপুরা (৩৩)-এই চার নিরীহ গ্রামবাসীকে আটক করে নিয়ে যায়। আটকের পর তাদেরকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। পরে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে তাদেরকে খাগড়াছড়ি জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রদীপন খীসা উক্ত চার নিরীহ গ্রামবাসীকে আটকের ঘটনাকে মানবাধিকার লঙ্ঘনের জঘন্য দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা দেশের সংবিধান-স্বীকৃত মৌলিক অধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খেয়াল খুশী মত যাকে তাকে যখন তখন আটক করবে তা হতে পারে না।
তিনি সেনাবাহিনীকে পাহাড়িদের বিরুদ্ধে জাতিগত নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সেনাবাহিনীর কাজ বিদেশী আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, অথচ তারা দেশের জনগণের একটি অংশের উপর বছরের পর বছর নির্বিচারে দমন পীড়ন চালিয়ে যাছে। এটা অন্যায়, অমানবিক ও অসাংবিধানিক এবং সরকারকে এটা পরিহার করতে হবে।”

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More