মাটিরাঙ্গায় ১৫ নিরীহ ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী

0

সিএইচটি নিউজ ডটকম
Matirangaমাটিরাংগা :  খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদরের কামিনী মেম্বার পাড়া এলাকায় মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে ১৫জন নিরীহ ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতদের মাটিরাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

আটককৃতরা হলেন- খাগড়াছড়ি সদর উপজেলার পশ্চিম গোলাবাড়ী এলাকার মৃত-পুবধা ত্রিপুরার ছেলে জ্ঞানেন্দ্র ত্রিপুরা (৪২), চম্পাঘাট এলাকার বিকিরণ চাকমার ছেলে তপন চাকমা (৪২), মাটিরাঙ্গা সদর উপজেলার বোলা হাজাপাড়ার দইয়ার কৃষ্ণ ত্রিপুরার ছেলে পলাশ ত্রিপুরা (২৮), খাগড়াছড়ি সদরের আকবাড়ি পাড়ার জলকুমার ত্রিপুরার ছেলে জয় ত্রিপুরা (২৯), চম্পাঘাট এলাকার কল্যাণময় খাসীর ছেলে সুভাশীষ খীসা (৩৫), খাগড়াছড়ি সদরের মঙ্গারামপাড়ার হিরাময় ত্রিপুরার ছেলে সুমেস ত্রিপুরা (২৫), মাটিরাঙ্গার বোলা হাজাপাড়ার নিরু বিকাশ ত্রিপুরার ছেলে বানর ত্রিপুরা (২৮), খাগড়াছড়ি সদরের আকবারী পাড়ার খান কুমার ত্রিপুরার ছেলে জেনি ত্রিপুরা (২৯), মাটিরাঙ্গার বোলা হাজাপাড়ার অখিন কুমার ত্রিপুরার ছেলে রূপন ত্রিপুরা (৩৫), পূর্ব চন্দ্র ত্রিপুরার ছেলে মিলন কান্তি ত্রিপুরা (২৫), খাগড়াছড়ি সদরের চম্পাঘাট এলাকার লপেন কিশোর ত্রিপুরার ছেলে জগত কুমার ত্রিপুরা (৩৫), মাটিরাঙ্গার আশুতোষ কার্বারীপাড়ার শুধাহরণ চাকমার ছেলে সুনীতি বিকাশ চাকমা (৩৮), খাগড়াছড়ি সদরের বিজিতলা এলাকার জ্যোতি তালুকদারের ছেলে দুলাল মনি চাকমা (২১), লগেন্দ্র ত্রিপুরার ছেলে কান্তি ত্রিপুরা (২৪), মাটিরাঙ্গার রাম দয়াল কার্বারী পাড়ার রাম দয়াল কার্বারীর ছেলে মনো বিকাশ ত্রিপুরা (৩২)।

জানা গেছে, আটক ব্যক্তিরা একটি সামাজিক সালিশে অংশগ্রহণ করার জন্য ওই এলাকায় যান। সেখান থেকে জীপ গাড়িযোগে ফেরার পথে সেনাবাহিনীর একটি দল তাদের আটক করে নিয়ে যায়।

আটকের পর তাদেরকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে রাত সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা থানা থেকে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

খবরটির ইংরেজী [English] ভার্সন পড়ুন এখানে
———————

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More