মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন উপজেলায় পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ

0

খাগড়াছড়ি ও রাঙামাটি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল সংখ্যালঘু জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ও শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের দাবিতে আজ ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেবিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি বাস্তবায়ন, সকল সংখ্যালঘু জাতিসত্তার স্ব স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার ব্যবস্থা প্রবর্তন ও সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলপূর্বক জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবি জানানো হয়েছে

খাগড়াছড়ি সদর : পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি কলেজ শাখার ব্যানারে সকাল ১টায় খাগড়াছড়ি জেলা সদরের মহাজন পাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার, উপজেলা পরিষদ এলাকা ঘুরে আবার চেঙ্গী স্কোয়ারে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক বিপুল চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি সুপ্রিয় চাকমা ও খাগড়াছড়ি কলেজ শাখার সহ সভাপতি নিঙ্ন চাকমাপাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি কলেজ শাখার সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা সমাবেশ পরিচালনা করেন

পানছড়ি : সকাল ১১টায় পানছড়ি কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পানছড়ি বাজার প্রদক্ষিণ করে আবার কলেজে গেটে গিয়ে শেষ হয়সেখানে বৌদ্ধ মন্দির মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সভাপতি বিবর্তন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি থানা শাখার সভাপতি বরুণ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক পরম বিকাশ ত্রিপুরাপাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক সুমেধ চাকমা উপস্থাপনা করেন

দিঘীনালা : সকাল সাড়ে ১১টায় ইউপিডিএফ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাস স্টেশন ঘুরে লারমা স্কোয়ারে এসে শেষ হয়পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার সভাপতি রজেন্টু চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য টিটু বিকাশ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের দিঘীনালা উপজেলা শাখার সভাপতি বিধান চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা কলেজ শাখার সভাপতি অংকন চাকমা

মহালছড়ি : দুপুর ১২টায় সড়ক ও জনপদ বিভাগের মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহালছড়ি বাজার প্রদণি করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক উমেশ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের মহালছড়ি থানা শাখার সভাপতি সর্বানন্দ চাকমা ও সাধারণ সম্পাদক ঊষাময় চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি থানা শাখার সদস্য অসীম চাকমা ও মহালছড়ি কলেজ শাখার সাধারণ সম্পাদক রতন চাকমাঅন্টু চাকমা সমাবেশ পরিচালনা করেন

গুইমারা : বিকাল ৩টায় গুইমারা টাউন হলের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়অংকন চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা, সহ সাধারণ সম্পাদক হরিকমল ত্রিপুরা ও গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা থানা শাখার আহ্বায়ক পঞ্চসেন ত্রিপুরাসমাবেশ পরিচালনা করেন চিত্রজ্যোতি চাকমাসমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল গুইমারা বাজার প্রদক্ষিণ করে

কুদুকছড়ি : রাঙামাটি জেলা সদরের কুদুকছড়িতে সকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়কুদুকছড়ি বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের প্রবেশ মুখ থেকে মিছিলটি শুরু হয়ে কুদুকছড়ি বাজার প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় প্রবেশ মুখে এসে এক সমাবেশে মিলিত হয়এতে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক বিলাস চাকমা, রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবলু চাকমা ও রাঙামাটি সদর উপজেলা শাখার আহ্বায়ক বিপ্লব চাকমা বক্তব্য রাখেন

কাউখালী : রাঙামাটির কাউখালীতে সকাল ১১টায় উপজেলার খেলোয়াড় সমিতি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পোয়া পাড়া ঘুরে আবার খেলোয়াড় সমিতি মাঠে এসে শেষ হয়সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য রূপন মারমা, কাউখালী থানা শাখার সাধারণ সম্পাদক উথোয়াই মারমা এবং তথ্য ও প্রচার সম্পাদক উৎপল চাকমা

নান্যাচর : দুপুর ২টায় নান্যাচর উপজেলা সদরের রেস্ট হাউজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে নান্যাচর বাজার প্রদণি করে আবার রেস্ট হাউজ মাঠে এসে এক সমাবেশে মিলিত হয়এতে পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর থানা শাখার সভাপতি রিপন চাকমা ও সাধারণ সম্পাদক অনিল চাকমা বক্তব্য রাখেন

বাঘাইছড়ি : সকাল সাড়ে ১০টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাঘাইছড়ি বাজার ঘুরে আবার উপজেলা পরিষদ মাঠে এসে মিছিলটি শেষ হয়এতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক চন্দ্রদেব চাকমা, বাঘাইছড়ি থানা শাখার সভাপতি অটল চাকমা ও কাচলং কলেজের সহ সভাপতি নিউটন চাকমা

বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করলেও পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের সংখ্যালঘু জাতিসমূহের ভাষা বিকাশে সরকার এখনো পর্যন্ত কোন উদ্যোগ গ্রহণ করেনিবাংলা ভাষার আধিপত্যে সংখ্যালঘু জাতিগুলোর ভাষা আজ হারিয়ে যাবার পথে

বক্তারা আরো বলেন, বর্তর্মান মতাসীন সরকার সংখ্যালঘু জাতিসমূহকে ধ্বংসের লক্ষ্যে একের পর এক নীল নক্সা প্রণয়ন করে চলেছেসংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়ে সরকার পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল সংখ্যালঘু জাতিগুলোকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে

বক্তারা সকল জাতিসত্তার স্ব স্ব মাতৃভাষায় শিক্ষার অধিকারসহ জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে সোচ্চার হওয়ার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান

উল্লেখ্য, পিসিপির শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবিনামা হচ্ছে ১. পার্বত্য চট্টগ্রামে সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করা, ২. স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে জাতিসত্তার প্রতি অবমাননাকর বক্তব্য বাদ দেয়া, ৩. পাহাড়ি জাতিসত্তার বীরত্বব্যঞ্জক কাহিনী ও সঠিক সংগ্রামী রাজনৈতিক ইতিহাস স্কুল-কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা, ৪. বাংলাদেশের সকল জাতিসত্তার সংক্ষিপ্ত সঠিক তথ্য সম্বলিত পরিচিতিমূলক রচনা বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা ও ৫. পার্বত্য কোটা বাতিল করে পাহাড়িদের বিশেষ কোটা চালু করা

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More