মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবিতে পিসিপি’র বিক্ষোভ সমাবেশ

0

সিএইচটি নিউজ ডটকম
রাঙামাটি: সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিIMG_20160204_120625 copyক শিক্ষা চালু করা সহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের দা
বিতে কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা। বৃহস্পতিবার (০৪ফেব্রুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বড় মহাপূরম স্কুল গেইট থেকে শুরু হয়ে কুদুকছড়ি বাজার প্রদক্ষিণ করে বাজার মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা সভাপতি অনিল চাকমার সভাপতিত্বে এবং জেলা সম্পাদক কুনেন্টু চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি রাঙামাটি জেলার নিখন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দ্বিতীয়া চাকমা , গনতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা সদস্য ধর্ম শিং চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন  প্রতিরোধ কমিটি সভাপতি কাজলী ত্রিপুরা , বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ বিকাশ খীসা এবং কুদুকছড়ি ইউপি চেয়ারম্যান সন্তু বিকাশ চাকমা  প্রমুখ।IMG_20160204_110603 copyসমাবেশ বক্তারা বলেন, বাংলাদেশ একটি বহুজাতি ও ভাষাভাষীর দেশ। এ দেশে বাঙালী ব্যতীত ৪৫টির অধিক সংখ্যালঘু জাতি বসবাস করছে। এ সকল জাতিসমূহের মধ্যে নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং গৌরবময় ইতিহাস-ঐতিহ্য রয়েছে। বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির আধিপত্যের কারণে এসব জাতিসমূহের ভাষা ও সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। সরকার সংখ্যালঘু জাতির ভাষার বিকাশ ও শ্রীবৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এ ধরনের কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
বক্তারা আরও বলেন, সরকার ২০১০ সালের জাতীয় শিক্ষানীতি প্রনয়নের মাধ্যমে এদেশের জাতিসমূহের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাদানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত সরকার কোন কিছুই বাস্তবায়ন করেনি।
বক্তারা অবিলম্বে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতসহ পিসিপি’র শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের দাবি জানান।

IMG_20160204_112813 copyবক্তারা আরো বলেন, সরকার পিসিপির শিক্ষা দাবি বাস্তবায়ন না করে পাহাড়ে শিক্ষার নাম দিয়ে ভূমি বেদখল করছেন, উন্নয়নের নাম দিয়ে ভূমিবেদখল করছেন। যেমন রাঙামাটিতে জনগনের প্রবল বাঁধার মুখে ও মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করেছে এবং নিলগিরি, বগালেক, সাজেক, চিম্বুক বিভিন্ন স্থানে পর্যটনের নামে ভূমি অধিগ্রহন করেছে।
বক্তারা অবিলম্বে রাঙামাটি থেকে মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায় কার্যক্রম স্থগিত করার দাবি জানান ও পার্বত্য চট্রগ্রামে স্বরাস্ট্রমন্ত্রনালয়ের অ-গনতান্ত্রিক ১১নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য পিসিপি শিক্ষাসংক্রান্ত ৫ দফ দাবি হলো- পার্বত্য চট্টগ্রামে সকল জাতিসত্তার মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে; স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে জাতিসত্তার প্রতি অবমাননাকর বক্তব্য বাদ দিতে হবে; পাহাড়ি জাতিসত্তার বীরত্বব্যঞ্জক কাহিনী এবং সঠিক সংগ্রামী ইতিহাস স্কুল- কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে; বাংলাদেশে সকল জাতিসত্তার সংক্ষিপ্ত সঠিক তথ্য সম্বলিত পরিচিতিমূলক রচনা বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভূক্ত করতে হবে এবং পার্বত্য কোটা বাতিল করে পাহাড়ি বিশেষ কোটা চালু করতে হবে।
—————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More