মানবাধিকার দিবসে নানিয়াচরে পিসিপি ও যুব ফোরামের বিক্ষোভ প্রদর্শন

0

সিএইচটি নিউজ ডটকম
Nannyachar photo, 10.12.2015নানিয়াচর : “জাতিসংঘের মানবাধিকার সনদ মেনে চল, মানবাধিকার লংঘন বন্ধ কর! অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের গণবিরোধী ১১ নির্দেশনা তুলে নাও” এই স্লোগানে পার্বত্য চট্টগ্রামে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাঙামাটির নানিয়াচর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরাম।

সকাল ১১টায় নানিয়াচর সদর উপজেলা মাঠ থেকে একটি মিছিল শুরু হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা মাঠে ফিরে এসে সমাবেশ করে।

সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য ধর্মশিং চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিল চাকমা ও রাংগামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক কুমেন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাংগমাটি জেলা শাখার সভাপতি মন্টি চাকমা। সভায় সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদ নানিয়ারচর উপজেলা শাখার সভাপতি রিপন আলো চাকমা।

এছাড়াও আরো বক্তব্য রাখেন ২ নং নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বিনয় কৃঞ্চ খীসা, ৩ নং বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা ও নানিয়াচর ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব সেন্টু চাকমা।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে গত জানুয়ারীতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত দমনমূলক গণবিরোধী ১১ নির্দেশনা প্রত্যাহারসহ সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করে বক্তারা আরো বলেন, গত ১৬ ডিসেম্বর ২০১৪ বিজয় দিবসে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগীতায় সেটলাররা উপজেলার বগাছড়ির ১৪ মাইল নামক স্থানে তিনটি পাহাড়ি গ্রামে হামলা চালায়। এ ঘটনায় ৬১টি বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা এখনো উপযুক্ত ক্ষতিপুরণ পায়নি। পুড়িয়ে দেয়া বসতবাড়ি সরকারীভাবে নির্মাণের প্রতিশ্রুতি দেয়া হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা গৃহহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।

বক্তারা অবিলম্বে বিজয় দিবসে সেনা-সেটলারদের কতৃক আক্রান্ত পরিবার সমূহকে যথোপযুক্ত ক্ষতিপুরণ প্রদান, সামনে বর্ষাকালের আগে পুড়িয়ে দেয়া বাড়িঘর সরকারী খরছে নির্মাণ সহ উক্ত ঘটনার সাথে জড়িত এজাহারভূক্ত চিহ্নিত আসামীদের গ্রেফতার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।
——————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More