মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সাথে তিন পাহাড়ি সংগঠনের প্রতিনিধি দলের সাক্ষাত

0

নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
কল্পনা চাকমা অপহরণের সিআইডি তদন্ত রিপোর্ট বিষয়ে আজ ৯ জানুয়ারি বুধবার বিকেলে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর সাধারণ সম্পাদক মাইকেল চাকমার নেতৃত্বে তিন পাহাড়ি সংগঠনের দশ সদস্যের একটি প্রতিনিধি দল  মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করে কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেসাক্ষাতকালে প্রতিনিধি দল কমিশনের চেয়ারম্যানকে ১১ জানুয়ারি কল্পনা অপহরণ বিষয়ে অনুষ্ঠিতব্য গোল টেবিল বৈঠকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত বৈঠকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রতিনিধি দলের সাথে অত্যন্ত আন্তরিক ও হৃদ্ধ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা করেনকল্পনা চাকমা অপহরণ বিষয়ে কমিশনের সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করে তিনি প্রতিনিধি দলকে জানান যে, সিআইডি রিপোর্ট অসম্পূর্ণ যা কমিশন প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে, জাতীয় দৈনিকসমূহে সে সংবাদও প্রকাশিত হয়েছেঅভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ না করে তদন্ত রিপোর্ট চূড়ান্ত করার বিধান নেই বলেও তিনি মন্তব্য করেন এবং ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মানবাধিকার কমিশনের পূর্ণাঙ্গ অধিবেশনে কল্পনা অপহরণ ইস্যুটি উত্থাপন এবং সিদ্ধান্ত গ্রহণ করার কথা জানান
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন পিসিপির সাবেক সভাপতি অংগ্য মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি কণিকা দেওয়ান, পিসিপির সাধারণ সম্পাদক থুইক্য চিং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রীনা দেওয়ান, পিসিপির কেন্দ্রীয় সদস্য বিনয়ন চাকমা, রেন্টিনা চাকমা ও সুইটন চাকমা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সিআইডি কর্তৃক কল্পনা অপহরণ রিপোর্টে অপরাধীদের সনাক্ত করতে না পারার কথা বলা হলে পার্বত্য চট্টগ্রামসহ দেশের গণতান্ত্রিক সংগঠন ও ব্যক্তিবর্গ প্রতিবাদমুখর হয়ে উঠেছেনউক্ত রিপোর্ট জানাজানি হবার সাথে সাথেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ৪ জানুয়ারি কল্পনার এলাকা বাঘাইছড়িতে বড় আকারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছেএকইদিন ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে এবং চট্টগ্রামে তিন গণতান্ত্রিক সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ  ও হিল উইমেন্স ফেডারেশন বিক্ষোভ করেছেসাড়া পার্বত্য চট্টগ্রামে এ বিক্ষোভ অব্যাহত রয়েছে
আগামী ১১ জানুয়ারি সকাল সাড়ে এগারটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি গোল টেবিল মিলনায়তনে হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে এক বৈঠকের আয়োজন করা হয়েছে বলে হিল উইমেন্স ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক চন্দনী চাকমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।#

…………………

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More