মানিকছড়িতে এক পাহাড়ি নারীকে কুপিয়ে গুরুতর জখম করেছে সেটলাররা

0

সিএইচটিনিউজ.কম
Manikchariমানিকছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের তুলাবিল গ্রামে সেটলার বাঙালিরা দুই সন্তানের জননী এক বিধবা পাহাড়ি নারীকে কুপিয়ে গুরুতর জখম করেছে। গুরুতর জখম হয়ে আহত হওয়া ওই নারীর নাম পাইনি মারমা (৪৫), স্বামী-মৃত মংসাজাই মারমা। আহত অবস্থায় তাকে প্রথমে মানিকছড়ি উপজেলা হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

একই গ্রামের মোঃ শহীদের ছেলে মো: আজাদের নেতৃত্বে ২/৩ জন সেটলার বাঙালি পাইনি মারমার উপর নিজ বাড়িতে এ হামলা চালায়।

জানা যায়, স্বামীর মৃত্যুর পর থেকে পাইনি মারমা তার পিতার গ্রাম তুলাবিলে  বসবাস করে আসছেন। তার বাড়ির পার্শ্ববর্তী মো: শহীদের পরিবার তাকে সেখান থেকে উচ্ছেদ করতে দীর্ঘদিন ধরে তার সাথে বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করে আসছে। পাইনি মারমার পালিত  হাস-মুরগী তাদের বাড়িতে গেলে মোঃ শহীদের বাড়ির লোকজন বিশেষ করে শহীদের স্ত্রী তার সাথে ঝগড়া বাধাতো এবং  বিশ্রীভাষায় গালিগালাজ করতো। এমতাবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় হঠাৎ মো: শহীদের ছেলে মো: আজাদের(২০) নেতৃত্বে ২/৩ জন সেটলার পাইনি মারমার বাড়িতে গিয়ে তার উপর হামলা চালায় এবং দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করার চেষ্টা করে। এতে পাইনি মারমা মাথায় বেশ কয়েকটি জখম হয়ে গুরুতর আহত হয়।

এ ঘটনা জানাজানি হলে পরে স্থানীয়রা আহত অবস্থায় পাইনি মারমাকে উদ্ধার করে প্রথমে মানিকছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিসাধীন রয়েছেন।

এ ঘটনায় মানিকছড়ি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
——————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More