মানিকছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণের পর হত্যার সাথে জড়িত দৃষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

Kh-protestখাগড়াছড়ি জেলার মানিকছড়ির মহামুনিতে নাউবাই মারমাকে ধর্ষণের পর হত্যার সাথে জড়িত দুষকৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেআজ ২৮ মার্চ ২০১১, সোমবার বিকেল ৩:৩০টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি জেলা সদরের মহাজন পাড়া থেকে শুরু হয়ে স্বনির্ভর বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়৷ এতে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রীনা দেওয়ান, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুবীর চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা ও শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অংকন চাকমা

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের নিরাপত্তা আজ চরমভাবে বিঘ্নিত। ঘরে বাইরে কোথাও আজ পাহাড়ি নারীরা নিরাপদ নয়নাউবাই মারমাকে ধর্ষণের পর হত্যার ঘটনা তারই উদাহরণতার স্বামীর অনুপস্থিতিতে নিজ বাড়িতেই তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে

বক্তারা আরো বলেনসেটলার কর্তৃক পাহাড়ি নারী ধর্ষণ ও হত্যার ঘটনা নতুন নয়৷ এ ধরনের ঘটনা অহরহ ঘটেই চলেছে৷ ইতিমধ্যে খাগড়াছড়িতে বেশ কয়েকটি নারী ধর্ষণ ও নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে৷ কিন্তু প্রশাসন এসব ঘটনায় জড়িত দুষকৃতকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করাই এসব দুষ্কৃতকারীরা বার বার এ ধরনের ঘটনা সংঘটিত করছে

বক্তারা নাউবাই মারমাকে ধর্ষণ ও হত্যার সাথে জড়িত মো: সেলিম, সাহাবুদ্ধিন ও ফিরাজ সহ অন্যাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি সহ পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের উপর যৌন নির্যাতন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান

অন্যদিকে ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে খাগড়াছড়িতে বিভিন্ন সংগঠন আজ মানববন্ধন কর্মসূচি পালন করে। সকাল ১০টায় শাপলা চত্বরে অনুষ্ঠিত মানবন্ধনে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদ, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম সহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করেএতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা, কলেজ শাখার সভাপতি বিপুল চাকমা, মারমা স্টুডেন্টস্ কাউন্সিলের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সুনাইন্দা মারমা, সাধারণ সম্পাদক অংচিপ্রু মারমা, খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি চাইলাপ্রু মারমা ও খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বাঁশরী মারমা

বক্তারা অবিলম্বে নাউবাই মারমাকে ধর্ষণের পর হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের নিরাপত্তা বিধানের জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান

মানবন্ধন শেষে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি পেশ করা হয়এতে নাউবাই মারমার ধর্ষণ ও হত্যার সাথে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত নাউবাই মারমার পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পার্বত্য চট্টগ্রামের সকল নারীর স্বাধীন চলাচল ও নিরাপত্তা বিধানে সরকারী উদ্যোগ গ্রহণ করার দাবি জানানো হয়

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More