মানিকছড়িতে পাড়া প্রধানসহ দুই পাহাড়িকে আটক করেছে পুলিশ

0

Manikchariমানিকছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি বাজার থেকে পাড়া প্রধানসহ দুই পাহাড়িকে আটক করেছে মানিকছড়ি থানা পুলিশ।

আটককৃতরা হলেন- মলঙ্গী পাড়ার কার্বারী (পাড়া প্রধান) কংজরী মারমা (৬০), পিতা মৃত পাথই মারমা ও লাপাইডং পাড়ার বাসিন্দা উবাচিং মারমা (২৮) পিতা উগ্যজাই মারমা।

আজ শুক্রবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এ আটকের ঘটনা ঘটে।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, গত ১৫ এপ্রিল মৃত আব্দুল মতিনের পরিত্যক্ত ঘরটি আগুনে পুড়ে যায়। এর পরদিন আব্দুল মতিনের দুই ছেলে মোঃ ভানু মিয়া ও বশির মিয়া বাদী হয়ে মানিকছড়ি থানায় ষড়যন্ত্রমূলকভাবে পাহাড়িদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ উক্ত দুই ব্যক্তিকে আটক করে।

এলাকাবাসীর সাথে কথা বলে আরো জানা যায়, মানিকছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ৬ জন মেম্বার প্রার্থীর মধ্যে একজনই মাত্র পাহাড়ি প্রার্থী রয়েছেন। এতে পাহাড়ি প্রার্থীর জেতার সম্ভাবনা থাকায় বাঙালি প্রার্থীরা ষড়যন্ত্র করে আব্দুল মতিনের পরিত্যক্ত ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে পাহাড়িদের নামে মিথ্যা মামলা দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। যাতে পাহাড়িরা ভয়ে ভোটকেন্দ্রে যেতে না পারে। আর এ ষড়যন্ত্রের সাথে প্রশাসনও একাট্টা হয়েছে বলে এলাকার লোকজন অভিযোগ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, আটক ব্যক্তিদের ছাড়িয়ে আনতে থানায় গেলে ওসি বলেছেন ‘এসপি’র নির্দেশেই তাদেরকে আটক করা হয়েছে’।

পরে উবাচিং মারমাকে থানা থেকে ছেড়ে দেওয়া হলেও কংজরী মারমাকে ছেড়ে দেওয়া হয়নি। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।
—————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More