ম্রো জনগোষ্ঠীর ভূমি রক্ষার আন্দোলনে সংহতি জানিয়ে চবি শিক্ষার্থীদের মশাল মিছিল

0

চবি প্রতিনিধি ।। বান্দরবানের চিম্বুক পাহাড়ের ম্রো জনগোষ্ঠীর ভূমি রক্ষার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এর শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি ২০২১) সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়।

মিছিল শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, চিম্বুক পাহাড় থেকে ম্রো জনগোষ্ঠীকে উচ্ছেদের উদ্দেশ্যে সেনা কল্যাণ ট্রাস্ট ও সিকদার গ্রুপ মিলে একটি পাঁচতারকা হোটেল নির্মাণ করছে। এর বিরুদ্ধে ম্রো জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। কিন্তু সেই হোটেল নির্মাণ বন্ধের কোন পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না।

তারা গতকাল বুধবার চিম্বুক পাহাড়ে হোটেল নির্মাণের প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদের চবি শাখার আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বাধাদানের ঘটনাকে অগ্রণতান্ত্রিক আচরণ আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানান।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘পাহাড় থেকে সমতলে লড়াই হবে সমানতালে’, ‘মানববন্ধনে বাধা কেন, প্রশাসন জবাব চাই’, ‘বন-পাহাড় ধ্বংস করে হোটেল-রিসোর্ট চাই না’ ইত্যাদি স্লোগান দেন।

মশাল মিছিলে সংহতি জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদ এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ।

 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More