রজত জয়ন্তী উপলক্ষে আগামী ২০ মে ঢাকায় পিসিপি’র সমাবেশ ও পুনর্মিলনী

0

সিএইচটিনিউজ.কম
PCP posteringআগামী ২০ মে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ হতে যাচ্ছে। প্রতিষ্ঠার রজত জয়ন্তীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে পিসিপি এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অপরাজেয় বাংলার পাদদেশে সকাল ১০টায় উদ্বোধনী সমাবেশ, র‌্যালি ও বিকেল ৩টায় কাকরাইলস্থ ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পুনর্মিলনী-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে পিসিপি’র শহীদদের প্রতি বিশেষ সম্মান শ্রদ্ধার নিদর্শনস্বরূপ তাদের পরিবারবর্গের প্রতিনিধিদের নিকট ক্রেস্ট তুলে দেয়া হবে। এতে তিন পার্বত্য জেলা বান্দরবান-রাঙ্গামাটি-খাগড়াছড়ি ও ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা ছাড়াও পিসিপি’র প্রাক্তন নেতা-কর্মী, আন্দোলনের কারণে বিভিন্ন সময়ে কারাভোগকারী কর্মীগণ অংশগ্রহণ করবেন। পিসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিমন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
——————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More