রমেল চাকমা হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য ও প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

0

চট্টগ্রাম: পিসিপি নেতা ও এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমাকে সেনাবাহিনী কর্তৃক নির্যানত ও হত্যার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছা্ত্র ঐক্য যৌথভাবে বন্দর নগরী চট্টগ্রামে ২৩ সেপ্টেম্বর রবিবার বিকাল সাড়ে ৪টায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।18052799_1157781231034205_1444149621_n

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চট্টগ্রাম জেলার সভাপতি আল কাদেরী জয় -এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশ নগর শাখার সভাপতি লোকেন দে, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুনয়ন চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নগর শাখার সহ-সভাপতি মুক্ত ভট্টাচার্য ও সভাপতি শওকত আলী, গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)’র সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা, জাতীয় মুক্তি কাউন্সিল চট্টগ্রাম জেলা সদস্য সচিব সামউল আলম রিচি, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমি, বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) চট্টগ্রাম জেলার সদস্য সচিব অপু দাশ গুপ্ত, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সদস্য মহিউদ্দিন ও কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অশোক সাহা প্রমূক।18110546_1157781064367555_1527487512_n

সমাবেশে বক্তারা বলেন- রমেল চাকমার মৃত্যুর দায় সেনাবাহিনীকেই নিতে হবে। সেনাবাহিনী রমেল চাকমাকে বেআইনীভাবে গ্রেফতারের পর অমানুষিক নির্যাতন চালালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

বক্তারা রমেল চাকমার মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। নির্যাতন ও হত্যাকারী মেজর তানভীরসহ জড়িত সকল সেনা সদস্যদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান এবং পার্বত্য চট্টগ্রামে এযাবৎকালে সংগঠিত সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত পুর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি নগরীর আন্দরকিল্লা থেকে শুরু হয়ে প্রেসক্লাব ঘুরে চেরাগী পাহাড় মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের পর শেষ হয়।
_________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More