রাঙামাটিতে কুদুকছড়ি ইউনিয়ন পরিষদের সচিবসহ ২ জনকে আটক

0

রাঙামাটি : রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি ইউনিয়ন পরিষদের সচিব কিরণ চাকমা(৫৫) সহ ২ জনকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। আটক অপরজন হলেন সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ তন্টু মনি চাকমা (৪০)।

গতকাল শুক্রবার (১১ মে ২০১৮) তাদেরকে আটক করা হয়।

আটক কিরণ চাকমা কুদুকছড়ি ইউনিয়নের বাদলছড়ি গ্রামের বাসিন্দা গুনবিন্দু চাকমার ছেলে। আর তন্টুমনি চাকমা বাঘাইছড়ির নলবনিয়া গ্রামের বাসিন্দা মৃত অনিল চন্দ্র চাকমার ছেলে।

শুক্রবার দিবাপূর্ব রাত আনুমানিক ৩টার দিকে তন্টু মনি চাকমাকে শহরের কল্যাণপুরস্থ নিজ বাসা থেকে কোন মামলা বা ওয়ারেন্ট ছাড়াই আটক হয় বলে জেএসএস’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

অপরদিকে কিরণ চাকমাকে কুদুকছড়ি বাজার থেকে আটক দেখানো হলেও মূলত রাঙামাটি সেনা ব্রিগেডে ডেকে নিয়েই তাকে আটক করা হয় বলে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

তাদের দু’জনকে জেএসএস সংস্কারবাদী নেতা ও নানিয়াচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে রাঙামাটি পৌর এলাকা, মানিকছড়িসহ বিভিন্ন জায়গায় যৌথবাহিনী কর্তৃক যানবাহন থামিয়ে তল্লাশি চালিয়ে সাধারণ যাত্রীদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

এছাড়াও যৌথবাহিনীর সদস্যরা সাড়াশি অভিযানের নামে কুদুকছড়ি, নান্যাচরসহ বিভিন্ন এলাকায় জনপ্রতিনিধিসহ সাধারণ গ্রামবাসীদের ঘরবাড়িতে তল্লাশি, গ্রেফতার বাণিজ্যসহ নানা হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে।
——————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More