রমেল হত্যার বিচার দাবিতে

রাঙামাটিতে গণ-মানববন্ধন : ঘাগড়ায় সেনা-দুর্বৃত্তদের হামলা, ইউপিডিএফ সংগঠক আটক

0

রাঙামাটি : রমেল হত্যা প্রতিবাদ কমিটি ও পিসিপি’র যৌথ উদ্যোগে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ও নান্যাচর কলেজের শিক্ষার্থী রমেল চাকমার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও রমেলের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে রাঙামাটিতে গণ-মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

18402852_1866611613598369_3060320657657153634_n

আজ সোমবার (৮ মে ২০১৭) সকাল ১০-১১ টা পর্যন্ত ঘন্টাব্যপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে রাঙামাটির মানিকছড়ি হতে খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী বেতছড়ি এলাকা পর্যন্ত মানিকছড়ি, সাপছড়ি, বোধিপুর, কুদুকছড়ি ঘিলাছড়ি ও বেতছড়ি এলাকায় সকল শ্রেণি পেশার হাজার হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন।

অপরদিকে একই সময়ে একই দাবিতে কাউখালী উপজেলার বেতবুনিয়া ও ঘাগড়ায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে গণ-মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘাগড়া ব্যতিত সকল জায়গায় মানবন্ধন কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

18379302_1900112180257580_1178044438_o

অন্যান্য স্থানের মতো রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায়ও সকাল ১০টায় গণ-মানববন্ধন কর্মসূচী শুরু হয। শুরুতে পিসিপি কাউখালী উপজেলা শাখার সভাপতি প্রজ্ঞা চাকমা স্বাগত বক্তব্য দেন। এরপর ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা বক্তব্য প্রদানের সময় জেএসএস(সন্তু) সমর্থিত কাউখালী উপজেলা শাখার সভাপতি কাজল চাকমা ও সদস্য রমেশ ত্রিপুরাসহ ১০-১২ জন ছাত্র সংগঠনের সদস্য সেনাবাহিনীর সহযোগীতায় মানববন্ধনের ব্যানার ও প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছিড়ে ফেলে দেয় এবং অকথ্য ভাষায় অংশগ্রহণকারীদের গালিগালাজ করতে থাকে । একপর্যায়ে পরিস্থিতির প্রতিকুলতা বিবেচনা করে নির্দিষ্ট সময়ের দশ মিনিট আগে কর্মসূচী শেষ করে চলে যান অংশগ্রহণকারীরা । যাওয়ার পথে জুনমাছড়া এলাকা থেকে ইউপিডিএফ এর চেলছড়া অঞ্চলের সংগঠক পুলক জ্যোতি চাকমাকে সেনাবাহিনীর সদস্যরা গ্রেফতার করে ঘাগড়া জোনে নিয়ে যায়।

18405525_1900112390257559_492924322_o

অপরদিকে জেলার কাউখালী ও নান্যাচর উপজেলার বিভিন্নস্থানে একই সময় একই দাবিতে গণ-মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে হাজারো নারী পুুরুষ অংশগ্রহণ করেন।
________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More