রাঙামাটিতে সিএইচটি কমিশনের গাড়িতে সেটলারদের হামলা, ইলিরা দেওয়ানসহ আহত ২

0

সিএইচটিনিউজ.কম
Rangamati2
রাঙামাটি : রাঙামাটি সফররত সিএইচটি কমিশনের গাড়িতে হামলা চালিয়েছে সেটলাররা। এতে কমিশনের সফরদলের সদস্য ইলিরা দেওয়ান ও ড. ইফতেখারুজ্জামান আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, আজ ৫ জুলাই শনিবার দুপুর পৌনে ২টার দিকে সিএইচটি কমিশনের প্রতিনিধি দলটি রাঙামাটি পর্যটন মোটল থেকে গাড়িযোগে বের হযে যাওয়ার পথে সেটলাররা তাদের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে গাড়ির কাঁচ ভেঙে ইলিরা দেওয়ান মাথায় আঘাত পেয়ে আহত হন।এছাড়া কমিশনের সদস্য ড.ইফতেখারুজ্জানও হাতের আঙুলে ইটের আঘাতে সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। এ সময় রাঙামাটি কোতোয়ালী থানার ওসি মনু সোহেল ইমতিয়াজও আহত হন।আহত অবস্থায়  ইলিরা দেওয়ানকে রাঙামাটি সিএমএইচে নেয়া হয়েছে বলে জানা গেছে।

কমিশনের সদস্যরা বর্তমানে রাঙামাটি কোতোয়ালী থানায় অবস্থান করছেন।

উল্লেখ্য খাগড়াছড়ি ৩ দিনের সফর শেষে সুলতানা কামালের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দলটি গতকাল শুক্রবার চট্টগ্রাম হয়ে রাঙামাটি গিয়ে পৌছেঁন। সেখানে আজ সকাল সাড়ে ১০টার দিকে কমিশনের প্রতিনিধি দলটি রাঙামাটি পর্যটন মোটেল থেকে বনরূপার দিকে রওনা হন। এ সময় ফিশারিঘাট এলাকায় সেটলাররা তাদেরকে যানবাহন দিয়ে পথরোধ করে। সেটলারদের বাধার কারণে সিএইচটি কমিশনের সদস্যরা আবারো পর্যটন মোটেলে ফিরে যান। পরে সেখান থেকে গাড়িযোগে বের হয়ে যাওয়ার পথেই কমিশনের প্রতিনিধি দলটি হামলার শিকার হয়।
———–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More