রাঙামাটিতে হিল উইমেন্স ফেডারেশনের ডাকে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ চলছে

0

রাঙামাটি : বিলাইছড়িতে মারমা সম্প্রদায়ের দু’বোনকে ধর্ষণ ও যৌন নিপীড়নের মেডিকেল পরীক্ষা রিপোর্ট প্রকাশপূর্বক ঘটনায় জড়িত সেনা জওয়ানদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা দাবিতে আজ ১০ ফেব্রুয়ারি শনিবার ইউপিডিএফভুক্ত হিল উইমেন্স ফেডারেশনের ডাকে রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে।  তবে রাঙামাটি শহর এলাকা অবরোধ আওতামুক্ত রাখা হয়েছে।

অবরোধের সমর্থনে সকালে পিকেটররা রাস্তায় টায়ার জ্বালায়। অবরোধের কারণে বিভিন্ন উপজেলা থেকে দুরপাল্লার যান ও নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ১০:৩০টা) অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

অবরোধকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এ অবরোধের সমর্থন জানিয়েছে।
—————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More